- Sun Jun 02, 2024 12:22 pm#7965
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এম.পি.ও নীতিমালা-২০২১ ও এর সর্বশেষ পরিমার্জন অনুযায়ী 'দক্ষিণখান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, দক্ষিণখান, ঢাকা-১২৩০-এর জন্য নিম্নবর্ণিত পদসমূহের জন্য আগ্রহী প্রার্থীদেরকে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় সকল কাগজপত্র, ২ কপি ছবিসহ প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বরাবর আবেদনপত্র সরাসরি/ডাকযোগে প্রেরণের জন্য আহবান করা হলো।
১) সহকারী প্রধান শিক্ষক (শূন্য পদ) ১ জন,
২) কম্পিউট- ার ল্যাব অপারেটর (নবসৃষ্ট শূন্য পদ) ১জন,
৩) অফিস সহকারি কাম হিসাব সহকারী (শূন্য পদ) ১ জন,
৪) নিরাপত্তা কর্মী (নবসৃষ্ট শূন্য পদ) ১জন,
৫) নৈশপ্রহরী (শূন্য পদ) ১ জন (
পূর্বের আবেদনকারীদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই)। সকল পদের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা, বয়স ও বেতন কাঠামো বিধিমোতাবেক। উল্লেখ্য ১ নং পদে ১০০০/- (এক হাজার), ২ ও ৩ নং পদে ৫০০/-(পাঁচশত) এবং ৪ ও ৫ নং পদে ২০০/- (দুইশত) টাকার (অফেরতযোগ্য) পে-অর্ডার, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), দক্ষিণখান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় বরাবর আবেদন পত্রের সাথে জমা দিতে হবে।
সুবিধাসমূহ: সরকার প্রদত্ত এম.পি.ও সুবিধাসহ বিদ্যালয় প্রদত্ত অন্যান্য সুযোগ-সুবিধাদি প্রদান করা হবে। প্রধানশিক্ষক (ভারপ্রাপ্ত)।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন
১) সহকারী প্রধান শিক্ষক (শূন্য পদ) ১ জন,
২) কম্পিউট- ার ল্যাব অপারেটর (নবসৃষ্ট শূন্য পদ) ১জন,
৩) অফিস সহকারি কাম হিসাব সহকারী (শূন্য পদ) ১ জন,
৪) নিরাপত্তা কর্মী (নবসৃষ্ট শূন্য পদ) ১জন,
৫) নৈশপ্রহরী (শূন্য পদ) ১ জন (
পূর্বের আবেদনকারীদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই)। সকল পদের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা, বয়স ও বেতন কাঠামো বিধিমোতাবেক। উল্লেখ্য ১ নং পদে ১০০০/- (এক হাজার), ২ ও ৩ নং পদে ৫০০/-(পাঁচশত) এবং ৪ ও ৫ নং পদে ২০০/- (দুইশত) টাকার (অফেরতযোগ্য) পে-অর্ডার, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), দক্ষিণখান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় বরাবর আবেদন পত্রের সাথে জমা দিতে হবে।
সুবিধাসমূহ: সরকার প্রদত্ত এম.পি.ও সুবিধাসহ বিদ্যালয় প্রদত্ত অন্যান্য সুযোগ-সুবিধাদি প্রদান করা হবে। প্রধানশিক্ষক (ভারপ্রাপ্ত)।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন
You do not have the required permissions to view the files attached to this post.