- Sun Jun 02, 2024 1:43 am#7961
শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত সর্বশেষ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের বিধিমোতাবেক চরণদ্বীপ রজভীয়া ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা, উপজেলা- বোয়ালখালী, জেলা-চট্টগ্রামের জন্য শূণ্যপদে ]উপাধ্যক্ষ ০১জন। সৃষ্টপদে ০১জন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, গ্রেড ১৬ আলিম/এইচএসসি/সমমান।
আরবি কম্পিউটার অপারেটিংয়ে দক্ষতা থাকতে হবে।
০১জন ল্যাব সহকারী (রসায়ন), গ্রেড ১৮ বিজ্ঞান বিভাগে দাখিল/এসএসসি/সমমান ২য় বিভাগ।
০১জন কম্পিউটার ল্যাব সহকারী, গ্রেড ১৮ কম্পিউটার/তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়সহ বিজ্ঞান বিভাগে দাখিল/এসএসসি/সমমান ২য় বিভাগ
১জন আয়া, জেডিসি/জেএসসি/সমমান গ্রেড ২০ আবশ্যক।
বি:দ্র: ইতিপূর্বে আবেদনকারীদের পুন:আবেদনের প্রয়োজন নেই। প্রয়োজনীয় কাগজাদিসহ আবেদনের শেষ তারিখ: ১৬ জুন ২০২৪ইং।
অধ্যক্ষ, ০১৮১৯-৩৭৮৭৬৬
সূত্র: দৈনিক ইনকিলাব
আরবি কম্পিউটার অপারেটিংয়ে দক্ষতা থাকতে হবে।
০১জন ল্যাব সহকারী (রসায়ন), গ্রেড ১৮ বিজ্ঞান বিভাগে দাখিল/এসএসসি/সমমান ২য় বিভাগ।
০১জন কম্পিউটার ল্যাব সহকারী, গ্রেড ১৮ কম্পিউটার/তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়সহ বিজ্ঞান বিভাগে দাখিল/এসএসসি/সমমান ২য় বিভাগ
১জন আয়া, জেডিসি/জেএসসি/সমমান গ্রেড ২০ আবশ্যক।
বি:দ্র: ইতিপূর্বে আবেদনকারীদের পুন:আবেদনের প্রয়োজন নেই। প্রয়োজনীয় কাগজাদিসহ আবেদনের শেষ তারিখ: ১৬ জুন ২০২৪ইং।
অধ্যক্ষ, ০১৮১৯-৩৭৮৭৬৬
সূত্র: দৈনিক ইনকিলাব
You do not have the required permissions to view the files attached to this post.