- Sat Jun 01, 2024 12:07 pm#7959
লাউতলী উচ্চ বিদ্যালয়, ডাকঘরঃ রফিকপুর, উপজেলাঃ বেগমগঞ্জ, জেলাঃ নোয়াখালীর জন্য এমপিও ভূক্ত নবসৃষ্ট শূন্যপদে জনবল কাঠামো, এম পি ও নীতিমালা-২০২১ ও এর সর্বশেষ পরিমার্জন অনুযায়ী একজন সহকারী প্রধান শিক্ষক, বেতন গ্রেড-৮, স্কেল-২৩,০০০-৫৫৪৭০/- নূন্যতম স্নাতক-বি.এড (দশ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা ও শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় বিভাগ গ্রহনযোগ্য নয়) এবং একজন নিরাপত্তাকর্মী, একজন নৈশপ্রহরী, একজন অফিসসহায়ক
একজন আয়া বেতন গ্রেড-২০, স্কেল-৮২৫০-২০,০১০/-, জে.এস.সি/জে.ডি.সি/সমমান, অনূর্ধ্ব ৩৫ বছর, আবশ্যক।
আগ্রহী প্রার্থীগণ আগামী ১৫ জুন/২০২৪ খ্রিঃ বিকাল ৫.০০টার মধ্যে সহকারী প্রধান শিক্ষক পদে ১০০০/- অপর ৪টি পদের প্রতোকপদে ৫০০/-(অফেরতযোগ্য) ব্যাংক ড্রাফ্ট, পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি -০৩ কপি, শিক্ষাগত সনদ ও জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি, প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন প্রধান শিক্ষক বরাবর পৌছাতে হবে। পূর্বে আবেদন কারীদের আবেদন করার প্রয়োজন নেই।
মোবাইল-০১৩০৯-১০৭২২০।
সূত্র: ই-যুগান্তর
একজন আয়া বেতন গ্রেড-২০, স্কেল-৮২৫০-২০,০১০/-, জে.এস.সি/জে.ডি.সি/সমমান, অনূর্ধ্ব ৩৫ বছর, আবশ্যক।
আগ্রহী প্রার্থীগণ আগামী ১৫ জুন/২০২৪ খ্রিঃ বিকাল ৫.০০টার মধ্যে সহকারী প্রধান শিক্ষক পদে ১০০০/- অপর ৪টি পদের প্রতোকপদে ৫০০/-(অফেরতযোগ্য) ব্যাংক ড্রাফ্ট, পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি -০৩ কপি, শিক্ষাগত সনদ ও জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি, প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন প্রধান শিক্ষক বরাবর পৌছাতে হবে। পূর্বে আবেদন কারীদের আবেদন করার প্রয়োজন নেই।
মোবাইল-০১৩০৯-১০৭২২০।
সূত্র: ই-যুগান্তর
You do not have the required permissions to view the files attached to this post.