Get on Google Play

স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়
#7954
বাংলাদেশ ইন্টান্যাশনাল স্কুল অ্যন্ড কলেজ, রিয়াদ, সৌদি আরব
(বাংলাদেশ কারিক্যুলাম)
শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যন্ড কলেজের (ন্যাশনাল কারিক্যুলাম) নিম্মলিখিত শূন্যপদ পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হচ্ছে, সৌদি আরবে অবস্থানরতঃ বৈধ ইকামাধারী মহিলা (যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন) প্রার্থীদের জন্য অগ্রাধিকার।

১.পদের নাম (পুরুষ):প্রভাষক/সিনিয়র শিক্ষক (পদার্থ, রসায়ন, জীব বিজ্ঞান, বাংলা ও ইংরেজি)
পদের সংখ্যা:১০ জন (প্রত্যেক বিষয়ে ২ জন করে)
যোগ্যতা:স্বীকৃত যে কোন বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রী। (ইংরেজি শিক্ষকদের শুদ্ধ উচ্চারণ ও ইংলিশ স্পোকেনে বিশেষ দক্ষতা)

২.পদের নাম (পুরুষ):প্রভাষক/সিনিয়র শিক্ষক (ডিজিটাল ট্যাকনোলজি- ICT)
পদের সংখ্যা:২ জন
যোগ্যতা:স্বীকৃত যে কোন বিশ্ববিদ্যালয় হতে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি)/ ইনফরমেশন টেকনোলজি (আইটি)/কম্পিউটার সাইন্স/ এ স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রী।

৩.পদের নাম (পুরুষ):প্রভাষক/সিনিয়র শিক্ষক গণিত ও হিসাব বিজ্ঞান (একাউন্টিং)
পদের সংখ্যা:২ জন (প্রত্যেক বিষয়ে ১ জন করে)
যোগ্যতা:স্বীকৃত যে কোন বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রী। (হিসাবরক্ষক হিসেবে অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে)

৪.পদের নাম (পুরুষ):সহকারি শিক্ষক আর্টস অ্যান্ড ক্রাফ্টস
পদের সংখ্যা:১ জন
যোগ্যতা:স্বীকৃত যে কোন বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রী। যে কোন ধরনের দেয়াল বা পোষ্টার লিখন ও চিত্রাঙ্কনে পারদর্শী।


শর্তাবলীঃ

১. বেতন ভাতা ও ভিসাঃ আলোচনা সাপেক্ষে। ২. শিক্ষাজীবনের কোন স্তরে সিজিপিএ ২.২৫ এর কম বা ৩য় শ্রেণি গ্রহণযোগ্য নয়। ৩. দেশের প্রথম শ্রেনির উচ্চ মাধ্যমিক কলেজ, ক্যাডেট কলেজ অথবা ডিগ্রী কলেজে কমপক্ষে ৫ বছর প্রভাষক/অধ্যাপক হিসেবে চাকরির অভিজ্ঞতা। ৪. NTRCA নিবন্ধিত ও নতুন শিক্ষাক্রমে ট্রেনিং প্রাপ্তদের অগ্রাধিকার। ৫. বয়স অনূর্ধ্ব ৪০ বছর (অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য)। ৬. বিতর্ক, আবৃত্তি, শরীর চর্চাসহ এক্সট্রা কারিক্যুলার কার্যক্রমে দক্ষতা ও অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে। ৭. অত্র প্রতিষ্ঠা-ে নর সাবেক কোন শিক্ষক/শিক্ষিকার আবেদন বিবেচনাযোগ্য নয়। ৮. অসম্পূর্ণ এবং নির্ধারিত সময়ের পরে পাঠানো আবেদন বাতিল বলে গন্য হবে। ০৯. নিয়োগ প্রক্রিয়ার যে কোন পর্যায়ে তদ্বির সংশ্লিষ্ট প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। ১০. নিয়োগ প্রক্রিয়ায় স্কুল কর্তৃপক্ষের (BoD) সিদ্ধান্তই চূড়ান্ত বলে গন্য হবে।
বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের (১৫ জুন ২০২৪) মধ্যে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদসহ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ফটো সংযুক্ত জীবনবৃত্তান্ত (Bio data) এই ইমেইলে bodbisc@gmail.com; পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে (সাবজেক্ট লাইনে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে)।
উপাধ্যক্ষ
বিআইএসসিআর রিয়াদ, সৌদি আরব

সূত্র: ‍সমকাল
You do not have the required permissions to view the files attached to this post.
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    3817 Views
    by bdchakriDesk
    0 Replies 
    3676 Views
    by bdchakriDesk
    0 Replies 
    3142 Views
    by sajib
    0 Replies 
    5845 Views
    by bdchakriDesk
    0 Replies 
    3933 Views
    by bdchakriDesk

    নারী যে নারী প্রিয় কথা বলে-- প্রিয়ংবদা যে নারী[…]

    খোলস / চামড়া / শাবক হরিণের চামড়ার আসন-- অজিনাসন[…]

    ইচ্ছা হনন / হত্যা করার ইচ্ছা-- জিঘাংসা জানবার ইচ[…]

    ডাক অশ্বের ডাক-- হ্রেষা ময়ূরের ডাক-- কেকা বাঘে[…]