- Thu May 30, 2024 10:55 pm#7944
মাটীপাড়া কাজী ছমির উদ্দিন উচ্চ বিদ্যালয়, ডাকঘর-মাটীপাড়া, উপজেলা- রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ী এর জন্য সরকারী বিধি মোতাবেক এমপিও নীতিমালা ২০২১ অনুযায়ী শূন্য পদে ০১ জন জনবল আবশ্যক।
১.পদের নাম:সহকারী প্রধান শিক্ষক এমপিওভুক্ত শূন্যপদে ০১ (এক) জন।
নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম):স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক/সমমান ও বিএড ডিগ্রি/সমমান, সমগ্র শিক্ষা জীবনে ০১ (এক) টির বেশি তৃতীয় বিভাগ/ শ্রেণী/ সমমান গ্রহণযোগ্য হবে না।
অভিজ্ঞতা ও চাকরীতে প্রবেশের সময়সীমা:মাধ্যমিক/নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এ নীতিমালা ১১.২৪ এ বর্ণিত ইনডেক্স ধারী শিক্ষক হিসাবে এমপিওভুক্ত পদে সর্বমোট ১০ (দশ) বছরের শিক্ষকতা অভিজ্ঞতা।
জাতীয় বেতন স্কেল ও গ্রেড:বেতন গ্রেড-০৮ ৫৫৪৭০/=) (২৩০০০-
আগ্রহী প্রার্থীরা ০২ (দুই) কপি ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে (১৩-০৬- ২০২৪ খ্রিঃ) ৬০০/= (ছয়শত) টাকার পোষ্টাল অর্ডারসহ প্রধান শিক্ষক বরাবর আবেদন করতে হবে।
স্বাক্ষরিত-প্রধান শিক্ষক, মোবাইল নম্বর-০১৭১৩৫১২৪১৪
সূত্র: সমকাল
১.পদের নাম:সহকারী প্রধান শিক্ষক এমপিওভুক্ত শূন্যপদে ০১ (এক) জন।
নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম):স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক/সমমান ও বিএড ডিগ্রি/সমমান, সমগ্র শিক্ষা জীবনে ০১ (এক) টির বেশি তৃতীয় বিভাগ/ শ্রেণী/ সমমান গ্রহণযোগ্য হবে না।
অভিজ্ঞতা ও চাকরীতে প্রবেশের সময়সীমা:মাধ্যমিক/নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এ নীতিমালা ১১.২৪ এ বর্ণিত ইনডেক্স ধারী শিক্ষক হিসাবে এমপিওভুক্ত পদে সর্বমোট ১০ (দশ) বছরের শিক্ষকতা অভিজ্ঞতা।
জাতীয় বেতন স্কেল ও গ্রেড:বেতন গ্রেড-০৮ ৫৫৪৭০/=) (২৩০০০-
আগ্রহী প্রার্থীরা ০২ (দুই) কপি ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে (১৩-০৬- ২০২৪ খ্রিঃ) ৬০০/= (ছয়শত) টাকার পোষ্টাল অর্ডারসহ প্রধান শিক্ষক বরাবর আবেদন করতে হবে।
স্বাক্ষরিত-প্রধান শিক্ষক, মোবাইল নম্বর-০১৭১৩৫১২৪১৪
সূত্র: সমকাল
You do not have the required permissions to view the files attached to this post.