- Wed May 29, 2024 3:35 pm#7934
খান বাহাদুর ফাউন্ডেশন (ট্রাস্ট) পরিচালিত চট্টগ্রাম শহরের অতি নিকটে বাঁশখালী উপজেলা প্রধান সড়কের পাশে ও প্রাণকেন্দ্রে মনোরম পরিবেশে অবস্থিত বাঁশখালী হামেদিয়া রহিমা ফাজিল মাদরাসায় সরকারী বিধি মোতাবেক জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩) নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) এবং ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় ঢাকা এর সর্বশেষ সংশোধিত প্রবিধানের আলোকে শূন্যপদে একজন অধ্যক্ষ ও একজন অফিস সহকারী-কাম- কম্পিউটার অপারেটর আবশ্যক।
পত্রিকায় প্রকাশের ১৫ দিনের মধ্যে কাগজপত্রসহ আবেদন করুন।
পূর্বে আবেদনকারীগণ ২য় বার আবেদন করার প্রয়োজন নেই।
-আলহাজ্ব মাহমদুল ইসলাম চৌধুরী, সভাপতি গভর্নিং বড়ি, বাঁশখালী হামেদিয়া রহিমা ফাজিল মাদরাসা, খান বাহাদুর ফাউন্ডেশন কার্যালয়, ২৭/এ, ০১৭১৩১০৩১০০।
পাঁচলাইশ, চট্টগ্রাম। মোবাইল: PC-147685
সূত্র: দৈনিক ইনকিলাব
পত্রিকায় প্রকাশের ১৫ দিনের মধ্যে কাগজপত্রসহ আবেদন করুন।
পূর্বে আবেদনকারীগণ ২য় বার আবেদন করার প্রয়োজন নেই।
-আলহাজ্ব মাহমদুল ইসলাম চৌধুরী, সভাপতি গভর্নিং বড়ি, বাঁশখালী হামেদিয়া রহিমা ফাজিল মাদরাসা, খান বাহাদুর ফাউন্ডেশন কার্যালয়, ২৭/এ, ০১৭১৩১০৩১০০।
পাঁচলাইশ, চট্টগ্রাম। মোবাইল: PC-147685
সূত্র: দৈনিক ইনকিলাব
You do not have the required permissions to view the files attached to this post.