Get on Google Play

স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়
#7926
গয়হাট্টা সালেহা ইসহাক উচ্চ বিদ্যালয়

উল্লাপাড়া, সিরাজগঞ্জ।

সরকারি বিধি মোতাবেক সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১ এর সর্বশেষ পরিমার্জন অনুযায়ী গয়হাট্টা সালেহা ইসহাক উচ্চ বিদ্যালয়, (এমপিও কোড-৮২০৯০৯১৩০২) ডাকঘর- গয়হাট্টা, উপজেলা-উল্লাপাড়া, জেলা-সিরাজগঞ্জ এর জন্য শূন্যপদে একজন সহকারী প্রধান শিক্ষক ও একজন নৈশ প্রহরী এবং শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর জন্য সৃষ্ট পদে একজন কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদেরকে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ (দুই) কপি রঙিন ছবি, সহকারী প্রধান শিক্ষক পদের জন্য প্রথম ও শেষ এমপিও, কর্তৃপক্ষের অনুমতি পত্র এবং অন্যান্য কাগজপত্রসহ সোনালী ব্যাংক পিএলসি উল্লাপাড়া শাখার সঞ্চয়ী হিসাব নম্বর-৪২১৮০০২০০৬৭৮৫ অনুকূলে সহকারী প্রধান শিক্ষক পদের জন্য ২০০০/- (দুই হাজার) টাকা এবং নৈশ প্রহরী ও কম্পিউটার ল্যাব অপারেটর পদের জন্য ১০০০/- (এক হাজার) টাকার ব্যাংক ড্রাফটসহ (অফেরৎ যোগ্য)। ডাকযোগে অথবা সরাসরি আগামী ১১/০৬/২০২৪ইং তারিখ বিকাল ৪.০০ ঘটিকার মধ্যে প্রধান শিক্ষক বরাবর আবেদন পৌঁছাতে হবে। পূর্বের আবেদনকারীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই।

১.পদের নাম ও সংখ্যা:সহকারী প্রধান শিক্ষক- ০১ জন
পদের ধরন:এমপিও ভুক্ত শূন্য পদ
শিক্ষাগত যোগ্যতা:স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক/সমমান ও বি-এড ডিগ্রী। শিক্ষা জীবনে একাধিক তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয় এবং সহকারী শিক্ষক পদে ১০ বছরের চাকুরীর অভিজ্ঞতা থাকতে হবে।
জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে কোড:গ্রেড-০৮
২৩০০০/-
বয়স:----

২.পদের নাম ও সংখ্যা:নৈশ প্রহরী- ০১ জন
পদের ধরন:এমপিও ভুক্ত শূন্য পদ
শিক্ষাগত যোগ্যতা:জে.এস.সি/জে.ডি.সি/ সমমান
জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে কোড:গ্রেড-২০ ৮২৫০/-
বয়স:অনূর্ধ্ব ৩৫ বছর

৩.পদের নাম ও সংখ্যা:কম্পিউটার ল্যাব অপারেটর- ০১ জন
পদের ধরন:নবসৃষ্ট এমপিও পদ
শিক্ষাগত যোগ্যতা:বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে ০৩ (তিন) বছর মেয়াদি কম্পিউটার ডিপ্লোমা। সমমান অথবা
শিক্ষা বোর্ড হতে কম্পিউটার/ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়সহ বিজ্ঞান বিভাগে এইচ.এস.সি/সমমানসহ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ৬ (ছয়) মাস মেয়াদি কম্পিউটার ডিপ্লোমাধারী অগ্রাধিকার পাবে। সমগ্র শিক্ষা জীবনে ০১ (এক) টির বেশি তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমান গ্রহণযোগ্য হবে না।
জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে কোড:গ্রেড-১৬ ৯৩০০/-
বয়স:অনূর্ধ্ব ৩৫ বছর সমপদের
ইনডেক্স ধারীদের জন্য বয়স সীমা
শিথিল যোগ্য


প্রধান শিক্ষক, গয়হাট্টা সালেহা ইসহাক উচ্চ বিদ্যালয়, উল্লাপাড়া, সিরাজগঞ্জ।

সূত্র: ‍সমকাল
You do not have the required permissions to view the files attached to this post.
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1041 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1013 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1066 Views
    by bdchakriDesk
    0 Replies 
    819 Views
    by bdchakriDesk
    0 Replies 
    700 Views
    by bdchakriDesk

     মীর মশাররফ হোসেনের জন্ম স্থান-উঃ লাহিনী পাড়া। […]

     সবান্ধব কোন সমাস ?-উঃ বহুব্রীহি ।  লঙ্কা বাটা […]

     দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি?-উঃ বিয়ে পাগলা বু[…]

    ১. বাংলাদেশের প্রধান প্রধান নদ-নদীর নাম কি কি?-উঃ […]