Get on Google Play

স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়
#7903
মিয়াপুর হাজী জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজ ডাকঘর-বনগ্রাম, উপজেলা-সাঁথিয়া, জেলা-পাবনা। নিম্ন বর্ণিত পদে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়স ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।


১.পদের নাম, বেতন স্কেল ও গ্রেড: অফিস সহায়ক
৮২৫০ ২০০১০
গ্রেড-২০
পদের সংখ্যা: ০১
বয়স সীমা:১৮থেকে ৩৫ বছর
শিক্ষাগত যোগ্যতা: জেএসসি/জেডিসি/ সমমান

আবেদন এবং পরীক্ষায় অংশ গ্রহনের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে।

১। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ক্ষেতুপাড়া শাখা হিসাব নম্বর ৩৮৩১ এর অনুকূলে ১০০০ টাকার ব্যাংক ড্রাফট (অফেরত যোগ্য) এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ অধ্যক্ষ বরাবর আবেদনপত্র আগামী ১২/০৬/২০২৪ খ্রীঃ তারিখের মধ্যে রেজিস্ট্রি ডাকযোগে বিকাল পাঁচটার মধ্যে পৌঁছাতে হবে।
২।
শিক্ষাগত যোগ্যতার সনদ, এনআইডি ও অন্যান্য ডকুমেন্টের সত্যায়িত কপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।
৩। ইনডেন্ত্রধারীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
81 আবেদনে সংযুক্ত তালিকা লিখতে হবে। খাম বন্ধ করে আবেদনপত্র দাখিল করতে হবে।
৫।
মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূলকপিসহ একসেট সত্যায়িত কপি জমা দিতে হবে।
৬।
লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ দেওয়া হবে না।
৭।
নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগ কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গন্য হবে।

সূত্র: দৈনিক ই-ইত্তেফাক
You do not have the required permissions to view the files attached to this post.
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    842 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1397 Views
    by bdchakriDesk
    0 Replies 
    573 Views
    by bdchakriDesk
    0 Replies 
    688 Views
    by bdchakriDesk
    0 Replies 
    736 Views
    by bdchakriDesk

     ক্যালডীয় সভ্যতার স্থপতি –নেবুচাঁদনেজার। […]

    বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোথায় অবস্থিত?-উঃ ঢা[…]

     ব্যাসবাক্যের অপর নাম কি?-উঃ বিগ্রহবাক্য।  সমাস […]

     প্রভাবতী সম্ভাবষণ কার রচনা ?-উঃ ঈশ্বরচন্দ্র বিদ্[…]