Get on Google Play

স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়
#7891
বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয় শূন্য পদে প্রধান শিক্ষক, নিরাপত্তা প্রহরী এবং পরিচ্ছন্নতাকর্মী সর্বশেষ জনবল কাঠামো নীতিমালা-২০২১ অনুযায়ী সরকারী বিধি মোতাবেক নিয়োগ করা হইবে।

প্রধান শিক্ষক আবেদন ফি ব্যাংক ড্রাফট-২০০০/- এবং ৪র্থ শ্রেণী কর্মচারী আবেদন ফি ব্যাংক ড্রাফট ১০০০/-, শিক্ষাগত যোগ্যতা: প্রধান শিক্ষক পদে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক/সমমান ও বিএড (ডিগ্রী)।
৪র্থ শ্রেণী (নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতাকর্মী) পদের শিক্ষাগত যোগ্যতা: জেএসসি/জেডিসি/ সমমান। আবেদনের প্রক্রিয়া: প্রধান শিক্ষক পদে কর্তৃপক্ষের অনুমতিপত্র ও যাবতীয় কাগজপত্রসহ সভাপতি বরাবর এবং ৪র্থ শ্রেণীর আবেদন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বরাবর আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১২/০৬/২০২৪ খ্রিঃ। আবেদনের জমার সময়: অফিস চলাকালীন সকাল ১০:০০টা থেকে বিকাল: ০৪:০০টা পর্যন্ত।

নিবেদক- সভাপতি, বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়, পোঃ বাগমারা, উপজেলা: লালমাই, জেলা: কুমিল্লা।

সূত্র: ই-যুগান্তর
You do not have the required permissions to view the files attached to this post.
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    747 Views
    by bdchakriDesk
    0 Replies 
    982 Views
    by bdchakriDesk
    0 Replies 
    776 Views
    by bdchakriDesk
    0 Replies 
    729 Views
    by bdchakriDesk
    0 Replies 
    730 Views
    by bdchakriDesk

     হোয়াংহো নদী কোথায় অবস্থিত?-উঃ চীন।  হোয়াংহো[…]

    ২৬. রূপসা নদীর সাথে ভৈরব নদী মিলিত হয়েছে কোথায়?-[…]

     উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে কোন সমা[…]

     শিব মন্দির কাব্যগ্রন্থটির রচয়িতা কে?-উঃ কায়কোব[…]