- Thu May 23, 2024 11:22 am#7883
পাইকপাড়া ইউনিয়ন গোবিন্দ উচ্চ বিদ্যালয়, পোঃ পাইকপাড়া, ফরিদগঞ্জ, চাঁদপুর-এর জন্য এমপিওভুক্ত শুন্যপদে সরকারি বিধিমোতাবেক ও বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের জনবল কাঠামো এমপিও নীতিমালা-২০২১ খ্রিঃ অনুযায়ী একজন ট্রেড এ্যাসিসট্যান্ট জেনারেল ইলেট্রিকাল ওয়ার্কস (গ্রেড-১৬), একজন ট্রেড এ্যাসিসট্যান্ট ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (গ্রেড-১৬), একজন অফিস সহায়ক (গ্রেড-২০), একজন পরিচ্ছন্নতাকর্মী (গ্রেড-২০), একজন আয়া (গ্রেড-২০) নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করুন।
ট্রেড এ্যাসিসট্যান্ট পদের জন্য ১০০০/=টাকা, অফিস সহায়ক, পরিচ্ছন্নতাকর্মী ও আয়া পদের জন্য ৫০০/= টাকার ডিডি/পে-অর্ডার (অফেরতযোগ্য) প্রদান করতে হবে। ট্রেড এ্যাসিসট্যান্ট পদের প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেডে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। অফিস সহায়ক, পরিচ্ছন্নতাকর্মী, আয়া পদের যোগ্যতা জেডিসি / জেএসসি/সমমান। পূর্বের আবেদনকারীগণের আবেদন করার প্রয়োজন নেই। মোবাইল- ০১৭১৬৭১১৫২৫, ০১৭১৮৩৭২৫০৬
সূত্র: ই-যুগান্তর
ট্রেড এ্যাসিসট্যান্ট পদের জন্য ১০০০/=টাকা, অফিস সহায়ক, পরিচ্ছন্নতাকর্মী ও আয়া পদের জন্য ৫০০/= টাকার ডিডি/পে-অর্ডার (অফেরতযোগ্য) প্রদান করতে হবে। ট্রেড এ্যাসিসট্যান্ট পদের প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেডে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। অফিস সহায়ক, পরিচ্ছন্নতাকর্মী, আয়া পদের যোগ্যতা জেডিসি / জেএসসি/সমমান। পূর্বের আবেদনকারীগণের আবেদন করার প্রয়োজন নেই। মোবাইল- ০১৭১৬৭১১৫২৫, ০১৭১৮৩৭২৫০৬
সূত্র: ই-যুগান্তর
You do not have the required permissions to view the files attached to this post.