- Fri May 17, 2024 10:53 pm#7857
বেসরকারি, শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১ এর সর্বশেষ পরিমার্জন অনুযায়ী ধুবিল আয়েশা ফজলার উচ্চ বিদ্যালয়, ডাকঘরঃ ধুবিল, উপজেলাঃ রায়গঞ্জ, জেলাঃ সিরাজগঞ্জের এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের যোগ্য শূন্যপদে ০১ জন সহকারী প্রধান শিক্ষক নিয়োগ করা হবে। গ্রেড ০৮। শিক্ষক পদের জন্য প্রার্থীকে স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক/ সমমান ও বিএড ডিগ্রি/সমমান হতে হবে। সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি তৃতীয় বিভাগ/শ্রেণী গ্রহণযোগ্য হবে না। মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ইনডেক্সধারী শিক্ষক হিসেবে এমপিওভুক্ত পদে ১০ (দশ) বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহী প্রার্থীদেরকে সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি, দুই কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, প্রয়োজনীয় কাগজপত্র সহ অগ্রণী ব্যাংক লিমিটেড ভূইয়াগাতী শাখার চলতি হিসাব নং ২০০০০৩০০ এর অনুকূলে ১০০০/= এক হাজার) টাকা অফেরতযোগ্য ব্যাংকড্রাফট এর জমার মূল রশিদ সহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রধান শিক্ষক বরাবর আবেদন করার জন্য আহ্বান করা হইলো।
সূত্র: সমকাল
সূত্র: সমকাল
You do not have the required permissions to view the files attached to this post.