- Fri May 17, 2024 6:43 pm#7854
ঢাকার সন্নিকটে ঐতিহ্যবাহী মালখানগর কলেজ, মালখানগর, সিরাজদিখান, মুন্সিগঞ্জে সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের এবং বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এম.পি.ও নীতিমালা- ২০২১ এবং এর সর্বশেষ পরিমার্জন অনুযায়ী শূন্যপদে একজন অধ্যক্ষ এবং রসায়ন বিষয়ে একজন ল্যাব সহকারী নিয়োগ প্রদান করা হবে। অধ্যক্ষ পদে বেতন স্কেল (৪৩,০০০-৬৯, ৮৫০), গ্রেড-০৫, যোগ্যতা- স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর পর্যায়ে নূন্যতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ০৪ (চার) বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি/সমমান। সমগ্র শিক্ষাজীবনে ০১ (এক) টির বেশি ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। আবেদনকারীকে এম.পি.ও ভুক্ত ডিগ্রি কলেজের অধ্যক্ষ অথবা এম.পি.ও ভুক্ত ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ হিসেবে ০৩ (তিন) বছর/সহকারী অধ্যাপক হিসেবে ০৫ (পাঁচ) বছর এবং স্নাতক পর্যায়ে নূন্যতম ০৫ (পাঁচ) বছরসহ কলেজে শিক্ষক হিসেবে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা উচ্চমাধ্যমিক কলেজ/উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ পদে ৫ম গ্রেডে ০৩ (তিন) বছরের অভিজ্ঞতাসহ মোট ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। ল্যাব সহকারী পদে বেতন স্কেল (৮,৮০০-২১,৩১০), গ্রেড-১৮, যোগ্যতা- বিজ্ঞান বিভাগে এস.এস.সি/সমমান পরীক্ষায় দ্বিতীয় বিভাগ থাকতে হবে। আগ্রহী প্রার্থীদের ০৩/০৬/২০২৪ তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ সভাপতি, গভর্নিং বডি বরাবর আবেদন করার জন্য জন্য বলা হলো।
সূত্র: ই-ইত্তেফাক
সূত্র: ই-ইত্তেফাক
You do not have the required permissions to view the files attached to this post.