- Thu May 16, 2024 12:44 pm#7844
বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ এর সর্বশেষ পরিমার্জন অনুযায়ী হায়দরাবাদ হোসেনিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা, পো: হায়দরাবাদ মাদরাসা, উপজেলা-গাজীপুর সদর, জেলা- গাজীপুর। (১) শূন্যপদে একজন ইবতেদায়ী প্রধান নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা: কামিল ২য়, অভিজ্ঞতা-জুনিয়র মৌলভী পদে ৮ বৎসরের অভিজ্ঞতা। তবে নিবন্ধনধারীদের জন্য অভিজ্ঞতা শিথিলযোগ্য। বেতন কোড-১১, বেতন স্কেল-১২,৫০০/- । (২) সৃষ্ট পদে একজন কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার/তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ বিজ্ঞান বিভাগে আলিম/এইচএসসি/সমমান। অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে ৩ বৎসর মেয়াদি ডিপ্লোমা/সমমান। কম্পিউটার অপারেটিংয়ে দক্ষতা থাকতে হবে। বয়স অনূর্ধ্ব-৩৫ বছর। বেতন কোড-১৬, বেতন স্কেল-৯৩০০/-। আগামী ১৫ দিনের মধ্যে মাদরাসার নামে অফেরতযোগ্য ৫০০/- টাকার অগ্রণী ব্যাংকের ব্যাংক ড্রাফ্ট ও প্রয়োজনীয় সকল কাগজপত্রসহ অধ্যক্ষ বরাবর আবেদন দাখিল করতে হবে।
সূত্র: দৈনিক ইনকিলাব
সূত্র: দৈনিক ইনকিলাব
You do not have the required permissions to view the files attached to this post.