Get on Google Play

স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়
#7843
শেখ মুজিবল হক উচ্চ বিদ্যালয় (EIIN: 106575), গ্রাম: রামপুর, ডাকঘর: ধর্মপুর-ভায়া ফাজিলপুর, উপজেলা: ফেনী সদর, জেলা: ফেনীর জন্য সরকারি বিধি মোতাবেক নিম্নের তালিকাভুক্ত পদে নিয়োগ প্রদান করা হবে।

০১পদের নাম :প্রধান শিক্ষক
সংখ্যা ০১ জন
নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম):স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক/সমমান ও বিএড ডিগ্রি/সমমান। সমগ্র শিক্ষাজীবনে ০১ (এক) টির বেশি তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমান গ্রহণযোগ্য হবে না।
অভিজ্ঞতা ও চাকরিতে প্রবেশের বয়সসীমা:মাধ্যমিক বিদ্যালয়ের ইনডেক্সধারী প্রধান শিক্ষক অথবা মাধ্যমিক বিদ্যালয়ের ইনডেক্সধারী সহকারী প্রধান শিক্ষক/নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে ০৩ (তিন) বছরের অভিজ্ঞতাসহ এমপিওভুক্ত পদে সর্বমোট ১৫ (পনেরো) বছরের শিক্ষকতার অভিজ্ঞতা।
জাতীয় বেতন স্কেল ও গ্রেড:গ্রেড-০৭ -৬৩৪১০/- ২৯০০০-

০২.পদের নাম:নিরাপত্তাকর্মী
সংখ্যা ০১ জন
নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম):জেএসসি/জেডিসি/সম মান।
অভিজ্ঞতা ও চাকরিতে প্রবেশের বয়সসীমা:অনূর্ধ্ব ৩৫ বছর (সমপদের ইনডেক্সধারীদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য)।
জাতীয় বেতন স্কেল ও গ্রেডগ্রেড-২০-/৮২৫০-২০০১০/-



আবেদনপত্র, ছবি, এনআইডি, শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ ও প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রধান শিক্ষক পদে ২০০০/- টাকা ও নিরাপত্তাকর্মী পদে ১০০০/- টাকা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (এজেন্ট ব্যাংকিং) সোনাগাজী অনুকূলে ব্যাংক ড্রাফট/পে-অর্ডারসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে সভাপতি বরাবর আবেদন করুন।
বি. দ্র.- যাহারা পূর্বে আবেদন করেছেন তাঁদের পুনরায় আবেদনের প্রয়োজন নেই।

সূত্র: ই-যুগান্তর
You do not have the required permissions to view the files attached to this post.
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    986 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1149 Views
    by bdchakriDesk
    0 Replies 
    914 Views
    by bdchakriDesk
    0 Replies 
    2452 Views
    by bdchakriDesk
    0 Replies 
    951 Views
    by bdchakriDesk

     ক্যালডীয় সভ্যতার স্থপতি –নেবুচাঁদনেজার। […]

    বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোথায় অবস্থিত?-উঃ ঢা[…]

     ব্যাসবাক্যের অপর নাম কি?-উঃ বিগ্রহবাক্য।  সমাস […]

     প্রভাবতী সম্ভাবষণ কার রচনা ?-উঃ ঈশ্বরচন্দ্র বিদ্[…]