- Wed May 15, 2024 10:15 pm#7836
সরকারি বিধিমোতাবেক উত্তর কোটালীপাড়া রামমোহন উচ্চ বিদ্যালয়, ডাকঘর: রাধাগঞ্জ, উপজেলা: কোটালীপাড়া, জেলা: গোপালগঞ্জের জন্য এমপিও নীতিমালা- ২০২১ অনুযায়ী প্রধান শিক্ষক আবশ্যক। আগ্রহী প্রার্থীদের অগ্রণী ব্যাংক, কোটালীপাড়া শাখা, কোটালীপাড়া, গোপালগঞ্জ, চলতি হিসাব ০২০০০০৫৫৮৯৯০৯ নং- এর অনুকূলে ২,০০০/- টাকা অফেরতযোগ্য ব্যাংকড্রাফট, ২কপি পাসপোর্ট সাইজের ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ০৬- ০৬-২০২৪ইং তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে সভাপতি বরাবর আবেদন করতে হবে। উল্লেখ্য, পূর্বে যারা আবেদন করেছেন তাদের নতুনভাবে আবেদন করার প্রয়োজন নেই।
সূত্র: সমকাল
সূত্র: সমকাল
You do not have the required permissions to view the files attached to this post.