Get on Google Play

স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়
#7832
অত্র প্রতিষ্ঠানের নিম্নবর্ণিত পদে খণ্ডকালীন শিক্ষক ও কর্মচারী নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

১.পদের নাম:সহকারী শিক্ষক (গণিত) খণ্ডকালীন
সংখ্যা:০১
নূন্যতম শিক্ষাগত যোগ্যতা:স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গণিতসহ বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি/সমমান ও বিএড ডিগ্রি/সমমান।
বেতন :প্রতিষ্ঠানের প্রচলিত নিয়ম অনুযায়ী বেতন-ভাতা প্রদান করা হবে।


২.পদের নাম:সহকারী শিক্ষক (হিন্দু ধর্ম) খণ্ডকালীন
সংখ্যা:০১
নূন্যতম শিক্ষাগত যোগ্যতা:[স্বীয় ধর্মের উপাধি ডিগ্রিসহ স্নাতক ডিগ্রি/সমমান সঙ্গীত শিল্পীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন :প্রতিষ্ঠানের প্রচলিত নিয়ম অনুযায়ী বেতন-ভাতা প্রদান করা হবে।

৩.পদের নাম: ল্যাব সহকারী
সংখ্যা:০১
নূন্যতম শিক্ষাগত যোগ্যতা:বিজ্ঞান বিভাগে এসএসসি বা সমমান
বেতন :প্রতিষ্ঠানের প্রচলিত নিয়ম অনুযায়ী বেতন-ভাতা প্রদান করা হবে।


১। প্রতিষ্ঠানের অধ্যক্ষ বরাবর দরখাস্ত দাখিল করতে হবে।
২। দরখাস্তের সাথে শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি, সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ০২ (দুই) কপি ছবি ও জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে।
৩। সহকারী শিক্ষক বয়স অনুর্ধ্ব ৩৫ বছর, ল্যাব সহকারী বয়স অনুর্ধ্ব ৩০ বছর।
৪। আবেদনের শেষ তারিখ ০৫ জুন ২০২৪ ইং।

নিউমার্কেট, ঢাকা-১২০৫, ফোন: ০২২২৩৩৬৪৪০৮

সূত্র: ই-ইত্তেফাক
You do not have the required permissions to view the files attached to this post.
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1633 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1142 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1419 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1391 Views
    by bdchakriDesk
    0 Replies 
    984 Views
    by bdchakriDesk

    ১.৩ জানুয়ারি : বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডি[…]

    ১. সমাজকল্যাণ ও সমাজকর্মের মধ্যে পার্থক্য হচ্ছে- প[…]

    ১৩ জানুয়ারি ২০২৫ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (ICC)[…]

    ৭ নভেম্বর-১৬ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত হয় ইন[…]