- Wed May 15, 2024 1:08 pm#7831
সরকারী বিধিমোতাবেক হাজী আব্দুল আওয়াল কলেজ, কামরাঙ্গীরচর, ঢাকা এর জন্য একজন করে- ১) কম্পিউটার ল্যাব সহকারী (এইচএসসি/সমমান-বিজ্ঞান) ২) অফিস সহায়ক ৩) পরিচ্ছন্ন কর্মী ও ৪) নৈশপ্রহরী নিয়োগ দেওয়া হবে। ২, ৩ ও ৪ নং পদের যোগ্যতা জেএসসি/সমমান)। প্রতিটি পদের জন্য আবেদনপত্র, ২ কপি ছবি, ৫০০/- টাকার ব্যাংক ড্রাফট/পোষ্টাল অর্ডারসহ আগামী ৩১/৫/২০২৪ ইং তারিখের মধ্যে সভাপতি বরাবর সরাসরি/ ডাকযোগে নিম্ন ঠিকানায় পৌঁছাতে হবে। উল্লেখ্য, প্রতিটি পদের জন্য বয়স অনূর্ধ্ব ৩৫ বছর। হাজী আব্দুল আওয়াল কলেজ, আশরাফাবাদ কামরাঙ্গীরচর, ঢাকা-১২১১।
সূত্র: ই-ইত্তেফাক
সূত্র: ই-ইত্তেফাক
You do not have the required permissions to view the files attached to this post.