- Wed May 15, 2024 10:39 am#7824
জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১ এবং সর্বশেষ পরিমার্জন অনুযায়ী চৌব্বাস জাহানারা উচ্চ বিদ্যালয়, ডাকঘর: মন্দভাগ, উপজেলা: ব্রাহ্মনপাড়া, জেলা: কুমিল্লার জন্য সহকারী প্রধান শিক্ষক স্নাতক/সমমান, বিএড গ্রেড-০৮, এমপিওভুক্ত পদে ১০ বছরের অভিজ্ঞতা ও সমগ্র শিক্ষা জীবনে ১টির বেশি ৩য় বিভাগ/শ্রেণী/ সমমান গ্রহনযোগ্য নয়। নিরাপত্তাকর্মী ৮ম শ্রেনী/ জেএসসি/ সমমান, গ্রেড-২০, বয়স অনুর্ধ্ব ৩৫, একজন করে আবশ্যক। উভয় পদই এমপিওভুক্ত শূন্যপদ। সহকারী প্রধান শিক্ষক পদে ১০০০/- ও নিরাপত্তাকর্মী পদে ৫০০/- বাংলাদেশ কৃষি ব্যাংক, চান্দলা শাখা, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা যাহার হিসাব নং- ২৩৩৫-০৩১১০১৫৭৭৫ অনুকুলে জমার রশিদ, আবেদনের সাথে ২কপি ছবি, ১ম ও শেষ এমপিও'র কপি প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ০২/০৬/২০২৪ ইং তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে প্রধান শিক্ষক বরাবর আবেদন করুন। প্রধান শিক্ষক
সূত্র: ই-যুগান্তর
সূত্র: ই-যুগান্তর
You do not have the required permissions to view the files attached to this post.