- Mon May 13, 2024 10:33 pm#7812
বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি (স্কুল এন্ড কলেজ)
শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি (স্কুল এণ্ড কলেজ) এর নিম্নলিখিত পদে নিয়োগের উদ্দেশ্যে লিখিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
০১ পদের নাম : কলেজ শাখা প্রভাষক ইংরেজি- ০১ জন, পৌরনীতি ও সুশাসন ০১ জন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-০১ জন
বেতন স্কেল (২০১৫ অনুযায়ী): খণ্ডকালীন আলোচনা সাপেক্ষ
নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা: সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ/সমমান জিপিওসহ সংশ্লিষ্ট বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রীধারী হতে হবে।
০২ পদের নাম : স্কুল শাখা (প্রভাতী ও দিবা) সহকারী প্রধান শিক্ষক-০২ জন (ইংরেজি ও গণিত অগ্রাধিকার)
বেতন স্কেল (২০১৫ অনুযায়ী): MPO ভূক্ত শূন্যপদ
নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা:সরকারি বিধি মোতাবেক শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
০৩ পদের নাম : অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর-০১ জন।
বেতন স্কেল (২০১৫ অনুযায়ী): বেতন স্কেল ২০১৫ অনুযায়ী
নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা:শিক্ষা বোর্ড হতে H.S.C পাস/সমমান এবং সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে ৬ মাসের কোর্স সম্পন্ন থাকতে হবে।
০৪ পদের নাম : শেখ রাসেল ডিজিটাল ল্যাব সহকারী-০১ জন।
বেতন স্কেল (২০১৫ অনুযায়ী): MPO ভূক্ত শূন্যপদ
নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা:শিক্ষা বোর্ড হতে H.S.C বিজ্ঞান/ সম- মানসহ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে ৬ মাসের কোর্স সম্পন্ন এবং পঠিত বিষয়ে ICT থাকতে হবে।
০৫ পদের নাম : এম,এল,এস/অফিস সহায়ক পরিচ্ছন্নতাকর্মী আয়া বৈধকরণ
বেতন স্কেল (২০১৫ অনুযায়ী): বেতন স্কেল-২০১৫ অনুযায়ী
নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণী
৩. আবেদনের নিয়মাবলী: আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতা,
অভিজ্ঞতা, চারিত্রিক সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, সদ্য তোলা ২ কপি রঙ্গিন পাসপোর্ট সাইজের ছবি এবং বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি, জনতা ব্যাংক, রোকেয়া সরণী শাখা, ঢাকা এর অনুকূলে সহকারী প্রধান শিক্ষক পদে ১০০০/- টাকার এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও শেখ রাসেল ডিজিটাল ল্যাব সহকারী পদে ৫০০/- টাকার (অফেরযোগ্য) ব্যাংক ড্রাফট/পে-অর্ডার বাংলাদেশের যে কোনো সিডিউল ব্যাংক ড্রাফট বিজ্ঞপ্তি প্রকাশের ১০ কর্মদিবসের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী দপ্তরে আবেদন পৌৗঁছাতে হবে। ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের ব্যাংক ড্রাফট প্রয়োজন নেই।
৪. নির্বাচনী পরীক্ষার জন্য আলাদাভাবে কোনো ইন্টারভিউ কার্ড প্রেরণ করা হবে না। এ জন্য কোনো টিএডিএ প্রদান করা হবে না। প্রতিষ্ঠানের ওয়েবসাইড www.bsma.gov.bd/ এবং আবেদনপত্রে উল্লেখিত মুঠো ফোনের মাধ্যমে তথ্য জানানো হবে।
মাজসি-১৮৪৬/২৪
যোগাযোগ: ০১৮১৬৪৯২১৮৫, অধ্যক্ষ
সূত্র: দৈনিক ই-ইত্তেফাক
শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি (স্কুল এণ্ড কলেজ) এর নিম্নলিখিত পদে নিয়োগের উদ্দেশ্যে লিখিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
০১ পদের নাম : কলেজ শাখা প্রভাষক ইংরেজি- ০১ জন, পৌরনীতি ও সুশাসন ০১ জন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-০১ জন
বেতন স্কেল (২০১৫ অনুযায়ী): খণ্ডকালীন আলোচনা সাপেক্ষ
নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা: সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ/সমমান জিপিওসহ সংশ্লিষ্ট বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রীধারী হতে হবে।
০২ পদের নাম : স্কুল শাখা (প্রভাতী ও দিবা) সহকারী প্রধান শিক্ষক-০২ জন (ইংরেজি ও গণিত অগ্রাধিকার)
বেতন স্কেল (২০১৫ অনুযায়ী): MPO ভূক্ত শূন্যপদ
নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা:সরকারি বিধি মোতাবেক শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
০৩ পদের নাম : অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর-০১ জন।
বেতন স্কেল (২০১৫ অনুযায়ী): বেতন স্কেল ২০১৫ অনুযায়ী
নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা:শিক্ষা বোর্ড হতে H.S.C পাস/সমমান এবং সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে ৬ মাসের কোর্স সম্পন্ন থাকতে হবে।
০৪ পদের নাম : শেখ রাসেল ডিজিটাল ল্যাব সহকারী-০১ জন।
বেতন স্কেল (২০১৫ অনুযায়ী): MPO ভূক্ত শূন্যপদ
নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা:শিক্ষা বোর্ড হতে H.S.C বিজ্ঞান/ সম- মানসহ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে ৬ মাসের কোর্স সম্পন্ন এবং পঠিত বিষয়ে ICT থাকতে হবে।
০৫ পদের নাম : এম,এল,এস/অফিস সহায়ক পরিচ্ছন্নতাকর্মী আয়া বৈধকরণ
বেতন স্কেল (২০১৫ অনুযায়ী): বেতন স্কেল-২০১৫ অনুযায়ী
নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণী
৩. আবেদনের নিয়মাবলী: আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতা,
অভিজ্ঞতা, চারিত্রিক সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, সদ্য তোলা ২ কপি রঙ্গিন পাসপোর্ট সাইজের ছবি এবং বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি, জনতা ব্যাংক, রোকেয়া সরণী শাখা, ঢাকা এর অনুকূলে সহকারী প্রধান শিক্ষক পদে ১০০০/- টাকার এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও শেখ রাসেল ডিজিটাল ল্যাব সহকারী পদে ৫০০/- টাকার (অফেরযোগ্য) ব্যাংক ড্রাফট/পে-অর্ডার বাংলাদেশের যে কোনো সিডিউল ব্যাংক ড্রাফট বিজ্ঞপ্তি প্রকাশের ১০ কর্মদিবসের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী দপ্তরে আবেদন পৌৗঁছাতে হবে। ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের ব্যাংক ড্রাফট প্রয়োজন নেই।
৪. নির্বাচনী পরীক্ষার জন্য আলাদাভাবে কোনো ইন্টারভিউ কার্ড প্রেরণ করা হবে না। এ জন্য কোনো টিএডিএ প্রদান করা হবে না। প্রতিষ্ঠানের ওয়েবসাইড www.bsma.gov.bd/ এবং আবেদনপত্রে উল্লেখিত মুঠো ফোনের মাধ্যমে তথ্য জানানো হবে।
মাজসি-১৮৪৬/২৪
যোগাযোগ: ০১৮১৬৪৯২১৮৫, অধ্যক্ষ
সূত্র: দৈনিক ই-ইত্তেফাক
You do not have the required permissions to view the files attached to this post.