Get on Google Play

স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়
#7805
ডি. কে. আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি এন্ড কলেজ ডাকঘরঃ ডাসার, উপজেলাঃ ডাসার, জেলাঃ মাদারীপুর

পদের নাম অধ্যক্ষ:
প্রয়াত বিশিষ্ট শিক্ষানুরাগী ও সাবেক যোগাযোগমন্ত্রী আলহাজ্ব সৈয়দ আবুল হোসেন কর্তৃক প্রতিষ্ঠিত মনোরম পরিবেশ ও আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান "ডি. কে. আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি এন্ড কলেজ” (এম.পি.ও ভুক্ত)। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এম.পি.ও নীতিমালা-২০২১ ও সর্বশেষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ শিক্ষকদের চাকুরীর শর্তাবলী রেগুলেশন (সংশোধিত) ২০১৯ অনুযায়ী শূন্য পদে একজন অধ্যক্ষ নিয়োগ করা হবে। ইনডেক্স বাধ্যতামূলক।
পদের নাম আইসিটি ল্যাব সহকারী ও চতুর্থ শ্রেণীর কর্মচারী:-
সরকারি বিধি মোতাবেক আই.সি.টি ল্যাব সহকারী ০১ জন, একাডেমি শাখার জন্য চতুর্থ শ্রেণীর কর্মচারী ০৩ জন। যথাক্রমে আয়া (মহিলা)- ০১ জন, নিরাপত্তা কর্মী-০১ জন, পরিচ্ছন্নতা কর্মী- ০১ জন নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয় পত্র, অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি, পাসপোর্ট সাইজের সত্যায়িত দুই কপি রঙিন ছবিসহ আবেদন পত্র আগামী ৩০/০৫/২০২৪ইং তারিখের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় পৌঁছাতে হবে।

জেলা প্রশাসক, মাদারীপুর ও সভাপতি, কলেজ পরিচালনা পর্ষদ।
ডি. কে. আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি এন্ড কলেজ। ডাকঘরঃ ডাসার, উপজেলাঃ ডাসার, জেলাঃ মাদারীপুর।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন
You do not have the required permissions to view the files attached to this post.

    প্রসারিত-- সংকুচিত প্রকাশ্য-- গোপনীয়/অপ্রকাশ্য/প্[…]

    প্রতিকূল-- অনুকূল প্রকাশ্যে-- নেপথ্যে প্রায়শ-- কদ[…]

    নামা-- ওঠা নিশ্চয়তা-- অনিশ্চয়তা নিন্দুক/নিন্দক--[…]

    নাবালক-- সাবালক নীরস-- সরস নিন্দা-- প্রশংসা নিরবকা[…]