Get on Google Play

স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়
#7803
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা কর্তৃক স্হায়ী স্বীকৃতি প্রাপ্ত রেসিডেন্সিয়াল ল্যাবরেটরী কলেজ (EIIN-১৩৩৭৩৬, কলেজ কোড:১২১০) এ.আর.এস ফাউন্ডেশন দ্বারা প্রতিষ্ঠিত ও পরিচালিত। নিম্নোক্ত পদসমূহে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে আবেদনপত্র আহবান করা যাচ্ছে

পদ ও সংখ্যা :
প্রভাষক: বাংলা (০৩), ইংরেজি (০৩), পদার্থ-(০২), রসায়ন (০২), জীববিজ্ঞান- (০২), গণিত (০২), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-(০৩), যুক্তিবিদ্যা-(০২), অর্থনীতি- (০২), পৌরনীতি-(০২), ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-(০২), হিসাববিজ্ঞান (০২), উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনণ-(০২), কৃষিশিক্ষা-(০২) জন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
ক) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ২য় শ্রেণীর সম্মানসহ ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী থাকতে হবে, উভয় পরীক্ষায় নূন্যতম সিজিপিএ ২.৫০ থাকতে হবে। শিক্ষার কোন স্তরে ৩য় বিভাগ/শ্রেণী গ্রহণযোগ্য নয়। এসএসসি ও এইচএসসি উভয়ক্ষেত্রে নূন্যতম জিপিএ ৩.০০ থাকতে হবে খ) সংশ্লিষ্ট পদ/বিষয়ে বেসরকারি কলেজ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীণ ও অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

বেতন ও অন্যান্য ভাতা
ক) বেতনক্রম: ২২,০০০-৫৩,০০০/ খ) প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী ২০% বাড়ি ভাড়া, ১০% মেডিকেল ভাভা, বছরে দুটি ঈদ বোনাস (চাকুরীর মেয়াদ ২ বছর পূর্ণ হবার পর), প্রভিডেন্ট ফান্ড সুবিধা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

পদ ও সংখ্যা : প্রশাসনিক কর্মকর্তা-(০৫) জন (পুরুষ/মহিলা)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ক) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ২য় শ্রেণীর সম্মানসহ ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী অথবা কমপক্ষে ২য় শ্রেণীসহ ৪ বছর মেয়াদি স্নাতক। খ) কম্পিউটার চালনায় দক্ষতা তথা MS-WORD, MS- EXCEL, POWERPOINT, INTERNET ইত্যাদি জানা ও প্রশাসনিক কর্মকর্তা পদে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।
ক) নূন্যতম স্নাতক পাশ ও সমপদে কমপক্ষে ০২ বছরের অভিজ্ঞতা
বেতন ও অন্যান্য ভাতা[: ক) বেতনক্রম: ১৬,০০০-৩৮,৬৪০/-
খ) প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, বছরে দুটি ঈদ বোনাস (চাকুরীর মেয়াদ ২ বছর পূর্ণ হবার পর), প্রভিডেন্ট ফান্ড সুবিধা ও অন্যান্য সুযোগ- সুবিধা প্রদান করা হবে।

পদ ও সংখ্যা : কল সেন্টার এক্সিকিউটিভ- (০৬) জন
(পুরুষ/মহিলা)
হিসাব রক্ষক-(০৩) জন
ফ্রন্ট ডেস্ক অফিসার-(০২) জন (মহিলা)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ক) নূন্যতম স্নাতক পাশ ও সমপদে কমপক্ষে ০২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
খ) সুন্দর বাচন ভঙ্গি ও স্মার্ট, ইংরেজিতে পারদর্শী হতে হবে ও কম্পিউটার পরিচালনায় মৌলিক জ্ঞান থাকতে হবে।
গ) হিসাব রক্ষকের ক্ষেত্রে স্নাতক ডিগ্রীসহ হিসাব রক্ষণ ও বাজেট প্রস্তুতকরণ কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা এবং ওয়ার্ড প্রসেসিং কম্পিউটার ডাটাবেজ অভিজ্ঞতা থাকতে হবে।
ক) নূন্যতম এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
খ) সমপদে কমপক্ষে ০২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
গ) সুন্দর বাচনভঙ্গি ও স্মার্ট হতে হবে।
বেতন ও অন্যান্য ভাতা[: ক) বেতনক্রম: ১৬,০০০-৩৮,৬৪০/-
খ) প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, বছরে দুটি ঈদ বোনাস (চাকুরীর মেয়াদ ২ বছর পূর্ণ হবার পর), প্রভিডেন্ট ফান্ড সুবিধা ও অন্যান্য সুযোগ- সুবিধা প্রদান করা হবে।


পদ ও সংখ্যা : অফিস সহকারী - কাম কম্পিউটার
অপারেটর- (০৫) জন
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:ক) ২য় বিভাগে স্নাতকডিগ্রী। এম.এস.ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ফটোশপ ও ইন্টারনেট ব্যবহারে দক্ষতাসহ ১ বছরের কম্পিউটার ডিপ্লোমা থাকতে হবে।
খ) সমপদে কমপক্ষে ০২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন ও অন্যান্য ভাতা[:ক) বেতনক্রম: ১০,২০০-২৪,৬৮০/-
খ) প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, বছরে দুটি ঈদ বোনাস (চাকুরীর মেয়াদ ২ বছর পূর্ণ হবার পর), প্রভিডেন্ট ফান্ড সুবিধা ও অন্যান্য সুযোগ- সুবিধা প্রদান করা হবে।


পদ ও সংখ্যা: অফিস পিয়ন - (০৩) জন
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:অষ্ঠম শ্রেণি পাশ এবং সমপদে কমপক্ষে ৩২, বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন ও অন্যান্য ভাতা[:আলোচনা সাপেক্ষে

আগ্রহী প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার যাবতীয় সনদের সত্যায়িত ফটোকপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবিসহ লিখিত আবেদনপত্র আগামী ০৮/০৬/২০২৪ ইং তারিখের মধ্যে অধ্যক্ষ, রেসিডেন্সিয়াল ল্যাবরেটরী কলেজ বরাবর ডাকযোগে/কুরিয়ারে/ব্যক্তিগতভাবে প্রেরণ/জমা দেয়া যাবে। প্রভাষক পদের জন্য ৫০০/- টাকা এবং অন্যান্য পদের জন্য প্রার্থীকে ৩০০/-টাকা ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) আবেদনপত্রের সাথে অধ্যক্ষ, রেসিডেন্সিয়াল ল্যাবরেটরী কলেজ এর অনুকূলে জমা দিতে হবে। খামের উপর পদের নাম ও মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে।
অধ্যক্ষ, রেসিডেন্সিয়াল ল্যাবরেটরী কলেজ

সূত্র : দৈনিক ইত্তেফাক
You do not have the required permissions to view the files attached to this post.
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1306 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1050 Views
    by bdchakriDesk
    0 Replies 
    998 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1146 Views
    by bdchakriDesk
    0 Replies 
    664 Views
    by bdchakriDesk

    প্রবীর মিত্র (১৮ আগস্ট ১৯৪৪১ -৫ জানুয়ারি ২০২৫): র[…]

    এক্সটারনাল-২: বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা […]

    1. Double Fault associated with – Lawn Tenni[…]