Get on Google Play

স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়
#7802
প্রতিষ্ঠাকাল থেকে শতভাগ পাশ ও ৭০% জিপিএ-৫ প্রাপ্তির কৃতিত্ব নিয়ে ৪র্থ বছরেই ঢাকা শিক্ষাবোর্ডে ১৯তম স্থান অর্জনসহ সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজ, বুয়েট, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ধারাবাহিক সাফল্যের শিক্ষাপ্রতিষ্ঠান হামদর্দ পাবলিক কলেজ।
শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি এবং মানবিক বিভাগ অনুমোদন পাওয়ায় আকর্ষণীয় বেতন-ভাতা ও সুযোগ-সুবিধায় নিম্নোক্ত বিষয়ে নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।

১. পদের নামে :
প্রভাষক (শূন্য পদ)
পদের সংখ্যা:০১
বিষয়সমূহ: উচ্চতর গণিত, উদ্ভিদবিজ্ঞান

২.পদের নামে : [/b]প্রভাষক (শূন্য পদ)
পদের সংখ্যা:০১ জন করে
বিষয়সমূহ: ইংরেজি, অর্থনীতি , ইতিহাস , পৌরনীতি ও সুশাসন , মনোবিজ্ঞান ,সমাজকর্ম

৩.পদের নামে : [/b]প্রদর্শক (শূন্য পদ)
পদের সংখ্যা:০১ জন করে
বিষয়সমূহ: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, উচ্চতর গণিত

যোগ্যতা :
১। সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রী।
অর্থনীতি
২। সকল পরীক্ষায় কমপক্ষে ২য় শ্রেণি অথবা সম সিজিপিএ থাকতে হবে।
৩। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।


৪.পদের নামে : [/b]হোস্টেল সুপার (পুরুষ)
পদের সংখ্যা:০১ জন
বিষয়সমূহ: যে কোন বিষয়ে অনার্সসহ মার্স্টাস ডিগ্রী
যোগ্যতা : পূর্বে হোস্টেল পরিচালনায় দক্ষ ও অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।


• বেতন-ভাতা ও আর্থিক সুবিধা: কলেজ বিধিমালা অনুযায়ী।
• আবেদনকারীকে সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল পরীক্ষা
ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপিসহ আবেদনপত্র অবশ্যই আগামী ৩০/০৫/২০২৪ তারিখের মধ্যে সরাসরি অথবা ডাকযোগে অধ্যক্ষ, হামদর্দ পাবলিক কলেজ, ১৫১/৮, গ্রিন রোড (পান্থপথ সিগন্যাল), ঢাকা-১২০৫ এই ঠিকানায় পাঠাতে হবে।

সূত্র : দৈনিক ইত্তেফাক
You do not have the required permissions to view the files attached to this post.
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1530 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1140 Views
    by bdchakriDesk
    0 Replies 
    2054 Views
    by bdchakriDesk
    0 Replies 
    841 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1484 Views
    by bdchakriDesk

    প্রবীর মিত্র (১৮ আগস্ট ১৯৪৪১ -৫ জানুয়ারি ২০২৫): র[…]

    এক্সটারনাল-২: বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা […]

    1. Double Fault associated with – Lawn Tenni[…]