Get on Google Play

স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়
#7799
সর্বশেষ সরকারি বিধি ও বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী মদন আদর্শ পাবলিক উচ্চ বিদ্যালয় (এমপিও কোড- ৪১০৮০১১৩০২) ডাকঘর-মদন, উপজেলা-মদন, জেলা-নেত্রকোনায় নিম্নবর্ণিত শূন্যপদে নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২৭/০৫/২০২৪ খ্রি. বিকাল ৫.০০ ঘটিকা পর্যন্ত ক্রমিক এক পদের জন্য ১৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা ও ক্রমিক দুই পদের জন্য ৫০০/- (পাঁচশত) টাকা করে অফেরতযোগ্য পে-অর্ডার/পোষ্টাল অর্ডার, ০২ কপি ছবি, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত সনদ ও অন্যান্য কাগজপত্রাদির সত্যায়িত কপিসহ আবেদন প্রধান শিক্ষক বরাবরে দাখিল করতে হবে। ০২ নং ক্রমিকে পূর্বে আবেদন কারীদের আবেদন করার প্রয়োজন নাই


(১) পদের নাম : সহকারী প্রধান শিক্ষক
পদ সংখ্যা : ০১ (এক) টি
গ্রেড-৮
বেতন গ্রেড/স্কেল : ২৩,০০০/--৫৫,৪৭০/-
পদের ধরন : শূন্য ও এমপিওভুক্ত
নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম) : স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক/ সমমান ও বিএড ডিগ্রি/সমমান। সমগ্র শিক্ষা জীবনে ০১ (এক) টির বেশি ৩য় বিভাগ/শ্রেণি/সমমান গ্রহণযোগ্য হবে না।
অভিজ্ঞতা : মাধ্যমিক/নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের/২০২১ নীতিমালার ১১.২৪ এ বর্ণিত ইনডেক্সধারী শিক্ষক হিসেবে এমপিওভুক্ত পদে সর্বমোট ১০ (দশ) বছরের শিক্ষকতার অভিজ্ঞতা।
অনূর্ধ্ব ৩৫ বছর

(২) পদের নাম : আয়া
পদ সংখ্যা : ০১ (এক) টি
গ্রেড:-২০
বেতন গ্রেড/স্কেল : ৮,২৫০/--২০,০১০/
পদের ধরন : শূন্য ও এমপিওভুক্ত
নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম) :জে.এস.সি/ জে.ডি.সি/সমমান


পুনঃবিজ্ঞপ্তি
প্রধান শিক্ষক

সূত্র :সমকাল
You do not have the required permissions to view the files attached to this post.
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    607 Views
    by bdchakriDesk
    0 Replies 
    762 Views
    by bdchakriDesk
    0 Replies 
    952 Views
    by bdchakriDesk
    0 Replies 
    760 Views
    by bdchakriDesk
    0 Replies 
    982 Views
    by bdchakriDesk

     হোয়াংহো নদী কোথায় অবস্থিত?-উঃ চীন।  হোয়াংহো[…]

    ২৬. রূপসা নদীর সাথে ভৈরব নদী মিলিত হয়েছে কোথায়?-[…]

     উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে কোন সমা[…]

     শিব মন্দির কাব্যগ্রন্থটির রচয়িতা কে?-উঃ কায়কোব[…]