- Sat May 11, 2024 1:28 pm#7793
জনবল কাঠমো ও এমপিও নীতিমালা অনুযায়ী কুমিল্লা জেলাধীন দাউদকান্দি মদিনাতুল উলুম ইসলামিয়া ফাজিল মাদরাসার জন্য ১) কম্পিউটার ল্যাব অপারেটর, শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার/তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ বিজ্ঞান বিভাগে আলিম/এইচএসসি/সমমান। অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে ৩ বছর মেয়াদি ডিপ্লোমা। ২) অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর, শিক্ষাগত যোগ্যতা: আলিম/এইচএসসি/সমমান, আরবি কম্পিউটার অপারেটিং-এ আবশ্যিক ভাবে নির্ধারিত দক্ষতা থাকতে হবে। আগামী ১৫ দিনের মধ্যে প্রতিষ্ঠানের নামে অফেরতযোগ্য ১০০০/- টাকার ব্যাংক ড্রাফট ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন দাখিল করতে হবে। পূর্বে আবেদনকারীদের আবেদন করার প্রয়োজন নেই। অধ্যক্ষ,
মো: নজরুল ইসলাম, মোবাইল: ০১৮১৭-৫২৪২৬৩। PC-147368
সূত্র : দৈনিক ইনকিলাব
মো: নজরুল ইসলাম, মোবাইল: ০১৮১৭-৫২৪২৬৩। PC-147368
সূত্র : দৈনিক ইনকিলাব
You do not have the required permissions to view the files attached to this post.