- Sat May 11, 2024 11:45 am#7791
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর সর্বশেষ পরিমার্জন অনুযায়ী দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়, ডাকঘর: দেওয়ানের চর,
উপজেলা: বেলাব, জেলা: নরসিংদীর জন্য এমপিওভুক্ত শূন্য পদে ০১ জন প্রধান শিক্ষক, বেতন কোড-০৭ ও ০১ জন নিরাপত্তাকর্মী, বেতন কোড-২০ আবশ্যক। প্রধান শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা স্নাতক/সমমান ও বিএড ডিগ্রী/সমমান। সমগ্র শিক্ষা জীবনে ১টির বেশী ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। মাধ্যমিক বিদ্যালয়ে ইনডেক্সধারী সহকারী প্রধান শিক্ষক হিসাবে ০৩ বছরের অভিজ্ঞতাসহ এমপিওভুক্ত পদে সর্বমোট ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নিরাপত্তাকর্মীর শিক্ষাগত যোগ্যতা জেএসসি/জেডিসি/সমমান। প্রধান শিক্ষক পদের জন্য ২০০০/- এবং নিরাপত্তাকর্মী পদের জন্য ১০০০/- টাকার পে-অর্ডার (অফেরৎযোগ্য) ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সভাপতি বরাবরে আগামী ২৮/০৫/২০২৪ইং তারিখ বিকাল ৪.০০ ঘটিকার মধ্যে আবেদন করতে হবে। পূর্বে আবেদনকারীদের আবেদন করতে হবে কিন্তু পে-অর্ডার দিতে হবে না।
উপজেলা: বেলাব, জেলা: নরসিংদীর জন্য এমপিওভুক্ত শূন্য পদে ০১ জন প্রধান শিক্ষক, বেতন কোড-০৭ ও ০১ জন নিরাপত্তাকর্মী, বেতন কোড-২০ আবশ্যক। প্রধান শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা স্নাতক/সমমান ও বিএড ডিগ্রী/সমমান। সমগ্র শিক্ষা জীবনে ১টির বেশী ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। মাধ্যমিক বিদ্যালয়ে ইনডেক্সধারী সহকারী প্রধান শিক্ষক হিসাবে ০৩ বছরের অভিজ্ঞতাসহ এমপিওভুক্ত পদে সর্বমোট ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নিরাপত্তাকর্মীর শিক্ষাগত যোগ্যতা জেএসসি/জেডিসি/সমমান। প্রধান শিক্ষক পদের জন্য ২০০০/- এবং নিরাপত্তাকর্মী পদের জন্য ১০০০/- টাকার পে-অর্ডার (অফেরৎযোগ্য) ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সভাপতি বরাবরে আগামী ২৮/০৫/২০২৪ইং তারিখ বিকাল ৪.০০ ঘটিকার মধ্যে আবেদন করতে হবে। পূর্বে আবেদনকারীদের আবেদন করতে হবে কিন্তু পে-অর্ডার দিতে হবে না।
You do not have the required permissions to view the files attached to this post.