- Fri Feb 16, 2024 1:32 pm#7725
দক্ষিণ কাট্টলী , ডাক- কাস্টম একাডেমী , পাহাড়তলী, চট্টগ্রাম এর জন্য সরকার ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক (সর্বশেষ পরিমার্জনকৃত) শূন্যপদে ০১ জন অধ্যক্ষ এবং ০১ জন পরিচ্ছন্নতা কর্মী আবশ্যক। আগ্রহী প্রার্থদের আবেদনপত্র , ২কপি ছবি , সকল একাডেমিক সনদ, NID , ১ম ও সর্বশেষ এমপিও কপি কর্মরত প্রার্থীগণের অভিজ্ঞতা সনদ ও অনাপত্তি পত্রসহ (প্রযোজ্য ক্ষেত্রে) অধ্যক্ষ পদের জন্য ১০০০/- টাকার এবং পরিচ্ছন্নতা কর্মী পদের জন্য ৫০০/- টাকার (অফেরতযোগ্য) পে-অর্ডারসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে সভাপতি , গভর্নিং বডি বরাবরে আবেদনপত্র পৌছাতে হবে। অধ্যক্ষ পদের জন্য বাড়ী ভাড়া ও যাতায়াত ভাতার সুবিধা রয়েছে। পূর্বে আবেদনকারীদের আবেদন করার প্রয়োজন নেই।
সোর্সঃ কালের কণ্ঠ,১৬/০২/২০২৪ ইং
সোর্সঃ কালের কণ্ঠ,১৬/০২/২০২৪ ইং
You do not have the required permissions to view the files attached to this post.