- Fri Feb 09, 2024 2:17 pm#7706
ইনডিপেডেন্ট ইউনিভার্সিটি , বাংলাদেশ(আইইউবি)’র ফ্যাসলিটিস বিভাগ এর অধীনে উল্লেখিত পদে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য আবেদন পত্র আহবান করা যাচ্ছে ।
পদের নাম: হাউজকিপার
যোগ্যতাঃ নূন্যতম এসএসসি পাশ, উত্তম চরিত্র এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
বয়সঃসর্বোচ্চ ৩০ বছর (আবেদনের শেষ তারিখ পর্যন্ত)
দায়িত্বসমুহঃ অফিস এবং ক্লাসরুম পরিস্কার পরিচ্ছন্ন ও গুছিয়ে রাখা। অফিস/ক্লাসরুমের চাব সংরক্ষণ ,অফিস সরঞ্জাম যেমনঃ কম্পিউটার ,ফটোপিয়ার ,ফ্যাক্স মেশিন ,মাল্টিমিডিয়া প্রোজেক্টর, ল্যাপটপ ইত্যাদির পরিচ্ছন্নতা ও সংরক্ষণ । অফিস ফার্নিচার , বইপত্র, এবং ইউনিভার্সিটির অন্যান্য সম্পদ দেখশোনা করা। প্রয়োজন অনুযায়ী অফিমার এবং মেহমানদের জন্য খাবারের ব্যবস্থা করা । নিয়ন্ত্রণকারী কর্মকর্তার পরামর্শ অনুযায়ী অন্যান্য দাপ্তরিক কার্যালয় সম্পাদন।দুই কপি সাম্প্রতিক কালের ছবিসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ও আবেদন পত্র আগামী ২২-০২-২০২৪ ইং তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় ডাকযোগে অথবা ইমেইল এর মাধ্যমে পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছ।
হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি ,বাংলাদেশ (আইইউবি)
প্লট ১৬, ব্লক বি , আফতাবউদ্দিন আহমেদ রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা।
ইমেইলঃ hrdept@iub.edu.bd
সোর্স: বাংলাদেশ প্রতিদিন
তারিখ: ০৯/০২/২০২৪ ইং
পদের নাম: হাউজকিপার
যোগ্যতাঃ নূন্যতম এসএসসি পাশ, উত্তম চরিত্র এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
বয়সঃসর্বোচ্চ ৩০ বছর (আবেদনের শেষ তারিখ পর্যন্ত)
দায়িত্বসমুহঃ অফিস এবং ক্লাসরুম পরিস্কার পরিচ্ছন্ন ও গুছিয়ে রাখা। অফিস/ক্লাসরুমের চাব সংরক্ষণ ,অফিস সরঞ্জাম যেমনঃ কম্পিউটার ,ফটোপিয়ার ,ফ্যাক্স মেশিন ,মাল্টিমিডিয়া প্রোজেক্টর, ল্যাপটপ ইত্যাদির পরিচ্ছন্নতা ও সংরক্ষণ । অফিস ফার্নিচার , বইপত্র, এবং ইউনিভার্সিটির অন্যান্য সম্পদ দেখশোনা করা। প্রয়োজন অনুযায়ী অফিমার এবং মেহমানদের জন্য খাবারের ব্যবস্থা করা । নিয়ন্ত্রণকারী কর্মকর্তার পরামর্শ অনুযায়ী অন্যান্য দাপ্তরিক কার্যালয় সম্পাদন।দুই কপি সাম্প্রতিক কালের ছবিসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ও আবেদন পত্র আগামী ২২-০২-২০২৪ ইং তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় ডাকযোগে অথবা ইমেইল এর মাধ্যমে পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছ।
হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি ,বাংলাদেশ (আইইউবি)
প্লট ১৬, ব্লক বি , আফতাবউদ্দিন আহমেদ রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা।
ইমেইলঃ hrdept@iub.edu.bd
সোর্স: বাংলাদেশ প্রতিদিন
তারিখ: ০৯/০২/২০২৪ ইং
You do not have the required permissions to view the files attached to this post.