- Mon Jan 29, 2024 10:28 pm#7663
বেগম সামসুর নাহার মজিব টেকনিক্যাল স্কুল এন্ড বি এম কলেজ,শাকদহ ,পেচিবাড়ী, ধনুট বগুড়া (বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ,ঢাকা অধিভুক্ত)এর অধীনে জনবল নিয়োগের জন্য দরখাস্ত আহবান করা যাচ্ছে।
আগ্রহী প্রার্থীদের সহস্তে লিখিত আবেদনের সাথে ০২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি , পূণাঙ্গ জীবনবৃত্তান্ত , সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র এবং জাতীয় পরিচয় পত্রের অনুলিপি , ১ নং থেকে ২ নং পদের জন্য ৪০০/- টাকা , ৩ নং পদের জন্য ৩০০/- ৪ ও ৫ নং পদের জন্য ২০০ টাকা অফেরতযোগ্য পে -অর্ডার /ডিডি/পোস্টাল অর্ডার সংযুক্ত করত : সুপারিনডেন্ট (ভার প্রাপ্ত), বেগম সামসুর নাহার মজিব টেকনিক্যাল স্কুল এন্ড বি এম কলেজ, শাকদহ, পেচিবাড়ী ,ধনুট ,বগুড়া এর অনুকূলে অথবা ইনুষ্টিটিউটের অফিস রশীদের মাধ্যমে পত্রিকায় প্রকাশের ২০ দিনের মধ্যে ডাকযোগ/কুরিয়ার/সরাসরি নিম্ন স্বাক্ষরকারীর দপ্তরে জমা দিতে হবে।
সুপারিনডেন্ট (ভারপ্রাপ্ত), বেগম সামসুর নাহার মজিব টেকনিক্যাল স্কুল এন্ড বি এম কলেজ,শাকদহ ,পেচিবাড়ী, ধনুট বগুড়া। মোবাঃ ০১৭৩৮৫০০০১৫।
সোর্স:দৈনিক করতোয়া
তারিখ: ২৯/০১/২০২৪
আগ্রহী প্রার্থীদের সহস্তে লিখিত আবেদনের সাথে ০২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি , পূণাঙ্গ জীবনবৃত্তান্ত , সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র এবং জাতীয় পরিচয় পত্রের অনুলিপি , ১ নং থেকে ২ নং পদের জন্য ৪০০/- টাকা , ৩ নং পদের জন্য ৩০০/- ৪ ও ৫ নং পদের জন্য ২০০ টাকা অফেরতযোগ্য পে -অর্ডার /ডিডি/পোস্টাল অর্ডার সংযুক্ত করত : সুপারিনডেন্ট (ভার প্রাপ্ত), বেগম সামসুর নাহার মজিব টেকনিক্যাল স্কুল এন্ড বি এম কলেজ, শাকদহ, পেচিবাড়ী ,ধনুট ,বগুড়া এর অনুকূলে অথবা ইনুষ্টিটিউটের অফিস রশীদের মাধ্যমে পত্রিকায় প্রকাশের ২০ দিনের মধ্যে ডাকযোগ/কুরিয়ার/সরাসরি নিম্ন স্বাক্ষরকারীর দপ্তরে জমা দিতে হবে।
সুপারিনডেন্ট (ভারপ্রাপ্ত), বেগম সামসুর নাহার মজিব টেকনিক্যাল স্কুল এন্ড বি এম কলেজ,শাকদহ ,পেচিবাড়ী, ধনুট বগুড়া। মোবাঃ ০১৭৩৮৫০০০১৫।
সোর্স:দৈনিক করতোয়া
তারিখ: ২৯/০১/২০২৪
You do not have the required permissions to view the files attached to this post.