Get on Google Play

ব্যাংক, বীমা এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান (নন ব্যাংক)
#8460
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউনে্ডশনের মৌসুমী ফল আম ও লিচু নিলাম এর নিমিত্ত প্রকৃত ব্যবসায়ী /প্রতিষ্ঠান/ব্যক্তিবর্গের কাছ থেকে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে সীলমোহরকৃত দরপত্র আহ্বান করা যাচ্ছে।প্রস্তাব দাখিল ও খোলার সময়সূচি নিম্নরূপ:
নিলামের ক্ষেত্রে সাধারণ শর্তাবলী:
১. ইজারার দরপ্রস্তাবের সাথে নিলাম মূল্যের উদ্ধৃত পরিমাণ অর্থ এবং উদ্ধৃত মূল্যের ৫% উৎস কর, ৭.৫% হারে মূল্য সংযোজন করের অর্থসহ সর্বমোট অর্থাৎ শতভাগ অর্থ যে কোনো তফসিলি ব্যাংক থেকে পৃথক পৃথক পে-অর্ডার /ব্যাংক ড্রাফট এর মাধ্যমে পরিচালক , বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন , সোনারগাঁও , নারায়ণগঞ্জের অনুকূলে দাখিল করতে হবে। নির্দিষ্ট টারকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট সংযুক্ত না করলে দরপত্র বাতিল বলে গণ্য হবে।
২. দরপ্রস্তাব দাখিলের আগে সরেজমিনে পরিদর্শন করে দরপ্রস্তাব দাখিল করতে হবে, প্রতিটি সিডিউলের মূল্য ৫০০.০০ (পাঁচশত) টাকা।
৩. দরপ্রস্তাবের সাথে ব্যক্তির ক্ষেত্রে ২ কপি সত্যায়িত ছবি ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি এবং প্রতিষ্ঠানের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স , ভ্যাট রেজিস্ট্রেশন সনদ, হালনাগাদকৃত আয়কর সনদ দাখিল করতে হবে।
৪. দরপত্র ফরম (সিডিউল) ক্রয় ও দাখিলের স্থান : ক. বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কার্যালয় , সোনারগাঁও, নারায়ণগঞ্জ খ. জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ গ.বাংলাদেশ জাতীয় জাদুঘর, শাহবাগ ,ঢাকা।
৫.যে কোন বা সকল দরপত্র কোন কারণ দর্শানো ব্যতিরেকেই গ্রহণ বা বাতিল করার সকল অধিকার ফাউন্ডেশন কর্তৃপক্ষ কর্তৃক সংরক্ষিত থাকবে।
সূত্রঃ প্রথম আলো, তারিখঃ ০৯.০৪.২০২৫ ইং
You do not have the required permissions to view the files attached to this post.