- Tue Feb 06, 2024 10:26 pm#7701
ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি এর উল্লেখিত শূণ্য পদে লোকবল নিয়োগের নিমিত্তে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকায় স্থায়ী বাসিন্দা ব্যতীত বাংলাদেশের অন্য সকল জেলার স্থায়ী বাসিন্দা/নাগরিকগণের নিকট হতে পদের পার্শ্বে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শর্ত পূরণ সাপেক্ষে অনলাইনে http://pbsbho.teletalk.com.bd ওয়েব সাইটের মাধ্যমে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
আবেদনকারীগণ ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি এর ওয়েব সাইটwww.pbs.bhola.gov.bdও বাপবিবোর্ডের ওয়েব সাইট (www.reb.gov.bd) হতে বিস্তারিত তথ্য জানতে পারবেন এবং http://pbsbho.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ সময় আগামী ২৫/০২/২০২৪ খ্রিঃ বিকাল ০৫:০০ ঘটিকা।
সোর্স:যুগান্তর
তারিখ:০৬/০২/২০২৪ইং
আবেদনকারীগণ ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি এর ওয়েব সাইটwww.pbs.bhola.gov.bdও বাপবিবোর্ডের ওয়েব সাইট (www.reb.gov.bd) হতে বিস্তারিত তথ্য জানতে পারবেন এবং http://pbsbho.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ সময় আগামী ২৫/০২/২০২৪ খ্রিঃ বিকাল ০৫:০০ ঘটিকা।
সোর্স:যুগান্তর
তারিখ:০৬/০২/২০২৪ইং
You do not have the required permissions to view the files attached to this post.