Get on Google Play

#7668
আশা নরপতি স্বাস্থ্য কেন্দ্র ও আশা-ম্যাটস -এর জন্য জরুরী ভিত্তিতে নিম্নলিখিত পদে উপযুক্ত প্রার্থদের কাছ থেকে আবেদনপত্র আহবান করা যাচ্ছে।
পদের নাম ও সংখ্যাঃ মেডিক্যাল অফিসার - কাম -লেকচার -০১ জন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ এমবিবিএস ডিগ্রীধারী।সংশ্লিষ্ট পদে ক্লিনিক/হাসপাতাল/একাডেমি প্রতিষ্ঠানে শিক্ষকতায় কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে। হালনাগাদ বিএমডিসি রেজিষ্ট্রেশন থাকতে হবে।বয়স ৩১ শে জানুয়ারি ২০২৪ পর্যন্ত সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। শিক্ষানবিশকালে মাসিকবেতন ভাতা ৫৫,০০০ টাকা।১ বছর শিক্ষানবিশকাল । শিক্ষানবিশকাল শেষেনিয়মিত বেতন কাঠামোভুক্ত করাসহ পি. এফ. ও সার্ভিস বেনিফিট সুবিধা , বাৎসরিক ইনক্রিমেন্ট , বাৎসরিক উৎসব ভাতা, নববর্ষ ভাতা , এমপ্লয়ীজ গ্রুপ বেনিফিট ফাণ্ড ইত্যাদি সংস্থার বিধান মোতাবেক প্রযোজ্য হবে। এছাড়া কর্মস্থলে সংস্থার নিজস্ব ব্যবস্থাপনায় ও স্বল্পখরচে আবাসনের ব্যবস্থা রয়েছে। কর্মস্থলঃ আশা নরপতি স্বাস্থ্য কেন্দ্র , নোমান নগর , দক্ষিণ নরপতি , চুনারুঘাট, হবিগঞ্জ উক্ত পদের জন্য১ জন নারী ডাক্তার নেয়া হবে।আগ্রহী প্রার্থদেরকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত , সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি রঙ্গিন ছবি ও ৫ টাকা মূল্যের অব্যবহৃত ডাকটিকেট লাগানো ফেরত খামোর উপর বর্তমান নিজ ঠিকানা লিখে প্রেসিডেন্ট , আশা বরাবর ২০/০২/২০২৪ ইং তরিখের মধ্যে নিম্ন ঠিকানায় আবেদনপত্রের সঙ্গে কোনো সনদপত্রের
ফটোকপি জমা দেয়ার প্রয়োজন নাই ।তবে সাক্ষাৎকারের সময় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র্রের মূলকপি আনতে হবে।নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় সংস্থার নিয়মানুযায়ী ১০,০০০ টাকা জমানত (ফেরতযোগ্য) হিসেবে জমা দিতে হবে । যার বিপরীতে সরকারী ব্যাংকের সঞ্চয়ী হিসাবে লভাংশের হারে সংস্থা ত্যাগকারল লাভ্যাংশ দেয়া হবে । খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

সোর্স: দৈনিক ইত্তেফাক
তারিখ: ৩০/০১/২০২৪ ইং
You do not have the required permissions to view the files attached to this post.
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    427 Views
    by bdchakriDesk
    0 Replies 
    430 Views
    by bdchakriDesk
    0 Replies 
    591 Views
    by bdchakriDesk
    0 Replies 
    16 Views
    by bdchakriDesk
    0 Replies 
    4856 Views
    by bdchakriDesk

    বর্ডার গার্ড পাবলিক স্কুল বিজিবি সেক্টর, কোটবাড়ি,[…]

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনারের কার্যাল[…]

    অহিট ফাউন্ডেশন পরিচালিত কনষ্টাকশন কাজে ডিপ্লোমা ইঞ[…]

    উত্তরা ১০নং সেক্টর কেন্দ্রীয় জামে মসজিদে আগামী ২৪[…]