Get on Google Play

#7736
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নোটিশে উল্লিখিত পদসমূহে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

উপরোক্ত পদসমূহের জন্য আগ্রহী প্রার্থীদেরকে সাদা কাগজে নিজের নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, জাতীয়তা, জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ইত্যাদির বিবরণ এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সকল সার্টিফিকেট ও প্রশংসাপত্রের সত্যায়িত কপি প্রতি সেটের সাথে সংযুক্ত করতঃ রেজিস্ট্রারের অনুকুলে অগ্রণী ব্যাংকের যে কোনো শাখা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাখার উপর ইস্যুকৃত ৩০০/- (তিনশত) টাকার ব্যাংক ড্রাফট (ফেরৎযোগ্য নহে) অথবা অগ্রণী ব্যাংকের যে কোনো শাখা থেকে বিবিধ জমা রশিদের মাধ্যমে অগ্রণী ব্যাংক লিঃ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাখার সিডি-০২০০০০১৭৩৮২৪২ নং হিসাবে ৩০০/- (তিনশত) টাকা জমা দিয়ে উক্ত জমার রশিদ এবং ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবিসহ ৭ (সাত) কপি দরখাস্ত আগামী ১৮-০৪-২০২৪ তারিখের মধ্যে রেজিস্ট্রার বরাবর পৌঁছাতে হবে।
চাকরিরত প্রার্থীকে অবশ্যই স্ব-স্ব কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। অন্যথায় আবেদনপত্র বিবেচনা করা হবে
না।
নির্ধারিত তারিখের পর প্রাপ্ত ও অসম্পূর্ণ দরখাস্ত সরাসরি বাতিল বলে গণ্য হবে।

আরও বিস্তারিত জানার জন্য সংযুক্ত নোটিশটি ডাউনলোড করুন।

সুত্রঃ দৈনিক বাংলাদেশে প্রতিদিন, তাং - ২৩/০৩/২০২৪ ইং
You do not have the required permissions to view the files attached to this post.
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    2823 Views
    by kajol
    0 Replies 
    21423 Views
    by sajib
    0 Replies 
    10965 Views
    by sajib
    0 Replies 
    23829 Views
    by sajib
    0 Replies 
    14701 Views
    by afsara

    নারী যে নারী প্রিয় কথা বলে-- প্রিয়ংবদা যে নারী[…]

    খোলস / চামড়া / শাবক হরিণের চামড়ার আসন-- অজিনাসন[…]

    ইচ্ছা হনন / হত্যা করার ইচ্ছা-- জিঘাংসা জানবার ইচ[…]

    ডাক অশ্বের ডাক-- হ্রেষা ময়ূরের ডাক-- কেকা বাঘে[…]