- Mon May 13, 2024 12:53 pm#7811
ব্যারিস্টার সুলতান আহমদ চৌধুরি কলেজ, বন্দর, (বর্তমানে-ইপিজেড), চট্টগ্রাম এর জন্য সরকার ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ বিধি মোতাবেক শূন্যপদে যোগ্যতাসম্পন্ন অধ্যক্ষ (বেতন কোড-০৪) আবশ্যক। আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র, ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সকল একাডেমিক সনদের সত্যায়িত কপি, এনআইডি (NID), ১ম ও শেষ এমপিও কপি এর সত্যায়িত অনুলিপি, কর্মরত প্রার্থীগণের অভিজ্ঞতা সনদ ও প্রতিষ্ঠান প্রধানের অনাপত্তি পত্রসহ ২,০০০/= (দুই হাজার) টাকার পে-অর্ডার কলেজ এসটিডি (STD) হিসাব নং- ০৮৪৩০০০০০০৩৯৯, ওয়ান ব্যাংক লিমিটেড, ইপিজেড শাখা, ইপিজেড, চট্টগ্রাম এর অনুকূলে আগামী ১২/০৬/২০২৪খ্রিঃ তারিখের মধ্যে সভাপতি, গভর্ণিং বডি বরাবর আবেদন পত্র কলেজ অধ্যক্ষের কার্যালয়ে পৌঁছাতে হবে।
উল্লেখ্য,
১. অতিরিক্ত বিশেষ যোগ্যতা সম্পন্ন নির্বাচিত প্রার্থীকে (নিয়োগ পরীক্ষায় নির্বাচিত হলে) কলেজ থেকে আলোচনা সাপেক্ষে বিশেষ সুযোগ সুবিধা প্রদান করা হবে।
২. যে কোন প্রকার তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
মোহাম্মদ জাকের আহমদ খোকন সভাপতি, গভর্ণিং বডি ব্যারিস্টার সুলতান আহমদ চৌধুরি কলেজ বন্দর, (বর্তমানে-ইপিজেড), চট্টগ্রাম।
সূত্র: কালের কন্ঠ
উল্লেখ্য,
১. অতিরিক্ত বিশেষ যোগ্যতা সম্পন্ন নির্বাচিত প্রার্থীকে (নিয়োগ পরীক্ষায় নির্বাচিত হলে) কলেজ থেকে আলোচনা সাপেক্ষে বিশেষ সুযোগ সুবিধা প্রদান করা হবে।
২. যে কোন প্রকার তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
মোহাম্মদ জাকের আহমদ খোকন সভাপতি, গভর্ণিং বডি ব্যারিস্টার সুলতান আহমদ চৌধুরি কলেজ বন্দর, (বর্তমানে-ইপিজেড), চট্টগ্রাম।
সূত্র: কালের কন্ঠ
You do not have the required permissions to view the files attached to this post.