- Mon Jan 29, 2024 12:19 am#7659
স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-২ শাখা এর১১.০৯.২৩ তারিখের ৪৬.০০.০০০০.০১৮.১১.০০২.১৭.৭০ নম্বর স্মারক ও ১৩.১২.২০২৩ তারিখের ৪৬.০১৮.০৩২.০০.০০.০৫৬.১৬.৯৭৮ নম্বর স্মারক এবং স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-২ শাখা এর ১২.০৯.২০২৩ তারিখের ৪৬.০০.০০০০.০১৮.১১.০০১.২১.৭৬ নম্বর স্মারক ও ১৩.১২.২০২৩ তারিখের ৪৬.০০.০০০০.০১৮.১১.০০০৪.১৯(অংশ-১).৯৭৬ নম্বর স্মারকমূল্যে ছাড়পত্রের প্রেক্ষিতে কুমিল্লা জেলার ইউনিয়ন পরিষদ সচিব ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এর শূণ্যপদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রচলিত নিয়োগবিধি অনুযায়ী জনবল নিয়োগ এবং আগামী এক বছরের জন্য নিয়োগ প্যানেল সংরক্ষণের লক্ষ্যে কুমিল্লা জেলার স্থায়ী বাষসন্দাদের নিকট হতে উল্লেখিত বর্ণিত শর্তে অনলাইনে (http//dccumilla.teletalk.com.bd) দরখাস্ত আহবান করা যাচ্ছে।
Online আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়:০১.০২.২০২৪ সকাল ১০.০০টা এবং জমাদানের শেষ তারিখ: ১৫.০২.২০২৪ রাত ১২.০০ টা । উক্ত সময়সীমার মধ্যে user id প্রাপ্ত প্রার্থীগণ online এ আবেদনপত্র submit এর সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে teletalk pre.paid mobile এসএমএস এর মাধ্যমে পরীক্ষার পি জমা দিতে হবে।applicant’s copy তে নম্বর ব্যবহার করে প্রার্থী নির্ধারিত পদ্ধতিতে যেকোন মধ্য teletalk pre.paid mobile নম্বর এর মাধ্যমে ২ এসএমএস করে আবেদন ফি ৪০০ টাকা , teletalk এর সার্ভিস চার্জ বাবদ ৪৬ টাকাসহ মোট ৪৪৬ টাকা ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে । অনলাইন ব্যতীত সরাসরি /ডাকযোগে দরখাস্ত গ্রহণযোগ্য হবেনা ।
সোর্স:দৈনিক ইত্তেফাক
তারিখ:২৮/০১/২০২৪
জেলা প্রশাসকের কার্যালয়, কুমিল্লা এর নিয়োগ
Online আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়:০১.০২.২০২৪ সকাল ১০.০০টা এবং জমাদানের শেষ তারিখ: ১৫.০২.২০২৪ রাত ১২.০০ টা । উক্ত সময়সীমার মধ্যে user id প্রাপ্ত প্রার্থীগণ online এ আবেদনপত্র submit এর সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে teletalk pre.paid mobile এসএমএস এর মাধ্যমে পরীক্ষার পি জমা দিতে হবে।applicant’s copy তে নম্বর ব্যবহার করে প্রার্থী নির্ধারিত পদ্ধতিতে যেকোন মধ্য teletalk pre.paid mobile নম্বর এর মাধ্যমে ২ এসএমএস করে আবেদন ফি ৪০০ টাকা , teletalk এর সার্ভিস চার্জ বাবদ ৪৬ টাকাসহ মোট ৪৪৬ টাকা ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে । অনলাইন ব্যতীত সরাসরি /ডাকযোগে দরখাস্ত গ্রহণযোগ্য হবেনা ।
সোর্স:দৈনিক ইত্তেফাক
তারিখ:২৮/০১/২০২৪
জেলা প্রশাসকের কার্যালয়, কুমিল্লা এর নিয়োগ