Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
By masum
#8244
১.বাংলাদেশে কত প্রজাতির ইলিশ মাছ পাওয়া যায়?
বাংলাদেশে ৩ প্রজাতির ইলিশ মাছ পাওয়া যায়। যথা:-টেনুয়ালোসা ইলিশ,যা সাধারণভাবে পরিচিত ইলিশ, সামান্য পরিমাণে চন্দনা ইলিশ এবং কালেভদ্রে হিলশা গণের হিলশা কেলি কানাগুর্তা বা গুর্তা প্রজাতির ইলিশ পাওয়া যায়।
২.মরিচের ঝাল নির্ধারণের যন্ত্রের নাম কী?
উঃ স্কোভাইল স্কেল। এ স্কেলের আবিষ্কারক যুক্তরাষ্ট্রের প্রখ্যাত ফার্মাসেস্ট উলবার স্কোভাইল । তার নামানুসারে নামকরণ করা হয় স্কোভাইল স্কেল । মরিচ কতটুকু ঝাল এটি পরিমাপের জন্য একটি একক রয়েছে। এ এককের নাম স্কোভাইল হিট ইউনিট(SHU)।
৩.Butterfly effect কী?
উঃ বাটারফ্লাই ইফেক্ট বা প্রজাপতি প্রভাব বলতে বোঝায় কোনো ক্ষুদ্র ঘটনার ফলে ভবিষ্যতে বৃহদাকার প্রভাব সৃষ্টি। কোনো একটি স্থানের ক্ষুদ্র ক্রিয়ার ফলে পরবর্তীকালে অন্য কোনো জায়গায় বড় ধরনের ঘটনার সৃষ্টি হয়। যা বাটারফ্লাই ইফেক্ট নামে পরিচিত। এ নামটি মূলত এসেছে প্রজাপতির ডানা থেকে। যুক্তরাষ্ট্রের ম্যাথমেটিশিয়ান ও আবহাওয়াবিদ এডওয়ার্ড লরেঞ্জ এটিকে জনপ্রিয় করে তোলেন।
৪.পুরুষ ও স্ত্রী ঘাসফড়িং ডিম পাড়ার পর মারা যায় কেন?
উঃ প্রজনন মেীসুমে পুরুষ ঘাসফড়িং অতিরিক্ত মিলনের কারণে দেহের সব শক্তি হারিয়ে ফেলে। তাই তাদের দেহের ইমিউন সিস্টেম দেহের জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়তে অক্ষম হয়ে পড়ে। আবার স্ত্রী ঘাসফড়িং একসাথে দুই শতকের অধিক ডিম পাড়ার কারণে এদের মৃত্যু ঘটে। অর্থাৎ প্রজননের সময় পুরুষ ও ডিম পাড়ার পর স্ত্রী ঘাস ফড়িং মারা যায়।
৫.প্রসিকিউটরের কাজ কী?
উঃ প্রসিকিউটর অর্থ অভিশংসক বা একজন আইনি কর্মকর্তা যিনি কাউকে অপরাধ করার জন্য অভিযুক্ত করেন। প্রসিকিউটর ফৌপদারি মামলায় আসামিদের বিচারের আওতায় আনার জন্য একজন কর্মকর্তা । প্রসিকিউটরের কাজ হলো অপরাধী বা সুন্দেহভাজনদের নিরেপেক্ষভাবে তদন্ত ও বিচার করা।

    ১.বাংলাদেশে কত প্রজাতির ইলিশ মাছ পাওয়া যায়? বাংল[…]

    ১.এক কোটিতে কত মিলিয়ন হয়?-উঃ ১০ মিলিয়ন। ২. ৫০ ট[…]