Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#7392
মহাকাশে শুটিং
১২ অক্টোবর ২০২১ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যান রাশিয়ার অভিনেত্রী ইউলিয়া পেরেসিল্দ ও পরিচালক ক্লিম শিপেঙ্কা। রাশিয়ার এ দলের নেতৃত্ব দেন মহাকাশচারী আন্তন শাকপ্লেরভ। ১২ দিনের এ মিশনে তারা মহাকাশযান সোয়ুজ এমএস-১৯-এ করে ঘুরেন। মহাকাশে তারা যে সিনেমার শুটিং করেন, তার নাম দ্য চ্যালেঞ্জ। রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রকোমসের নেতৃত্বে এ মহাকাশ মিশনটি পরিচালনা করেন আন্তন শাকপ্লেরভ। ইউলিয়া ও শিপেঙ্কো ১৭ অক্টোবর ২০২১ পৃথিবীতে ফিরে আসেন। উল্লেখ্য, মিশন ইম্পসিবল সিরিজের সিনেমার শুটিংয়ের জন্য জনপ্রিয় মার্কিন অভিনেতা টম ক্রুজকে মহাকাশে পাঠানোর কথা জানায় যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এ জন্য নাসা ও ধনকুবের ইলন মাস্কের স্পেস এক্স একসঙ্গে কাজ করছে। সেই প্রকল্পকে পরাস্ত করতেই রাশিয়ার এ পদক্ষেপ।
মঙ্গলগ্রহে ভূমিকম্প
১৮ সেপ্টেম্বর ২০২১ অতীতের মতো মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ইনসাইট ল্যান্ডার রোবট লাল গ্রহ মঙ্গলের ধুলো সমভূমিতে নীরবে বসেছিল। কিন্তু এক সময় তা কাঁপতে শুরু করে। এ কম্পস স্থায়ী হয় প্রায় দেড় ঘণ্টা। রোবটটি নিজের সিসমোমিটারের সাহায্যে এ কম্পনের তথ্য পাঠায় পৃথিবীতে। রোবটের পাঠানো তথ্য অনুসারে, এ ভূমিকম্পের মাত্রা ছিল ৪.২। ২০১৮ সালের নভেম্বরে মঙ্গলগ্রহে ইনসাইট ল্যান্ডারকে পাঠানোর পর থেকেই এমন একটি ভূমিকম্প পর্যালোচনার অপেক্ষায় ছিলেন নাসার বিজ্ঞানীরা। সম্প্রতি আরও দু’টি বড় ভূমিকম্প হয়। ২৫ আগস্ট ২০২১ রোবটটি দু’টি ভূমিকম্পের সঙ্কেত পাঠায়। একটি ছিল ৪.২ মাত্রার এবং অপরটি ৪.১ মাত্রার।
    InterServer Web Hosting and VPS

    বেপজা পাবলিক স্কুল ও কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি চট্টগ[…]

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি […]

    বিডিচাকরি তে একজন কনটেন্ট ম্যানেজার আবশ্যক […]

    Career Opportunity Wealth Champ Internati[…]