Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#7255
১. বাংলা চ্যানেল কোথায় অবস্থি – কক্সবাজারের টেকনাফের শাহ্ পরীর দ্বীপ থেকে সেন্টমার্টিন পর্যন্ত।
২. আন্দিজ পর্বতমালা যে মহাদেশে অবস্থিত – দক্ষিণ আমেরিকা।
৩. মিয়ানমারের বিখ্যাত মৃত আগ্নেয়গিরির নাম – পোপা।
৪.স্প্রাটলি দ্বীপপুঞ্জ যে সাগরে অবস্থিত – দক্ষিণ চীন সাগর।
৫. আন্তর্জাতিক নদী বলা হয় – দানিয়ুব নদীকে।
৬. পাট চাষের জন্য বৃষ্টিপাতের প্রয়োজন হয় – ১৫০ থেকে ২৫০ সেন্টিমিটার।
৭. বাহরাইন দ্বীপ যে সাগরে অবস্থিত – পারস্য উপসাগরে।
৮. কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল ভারতের – মিজোরাম রাজ্যে।
১০. ফেনী নদীর উৎপত্তিস্থল – ত্রিপুরা রাজ্যের পার্বত্য অঞ্চল।
১১. পৃথিবীর চাপ বলয় আছে – ৭ টি।
১২. বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম – রেইন গেজ।
১৩. মধ্যপড়া কঠিন শিলা খনি অবস্থিত – দিনাজপুর জেলার পার্বতীপুরে।
১৪.বাংলাদেশের একমাত্র সরকারি মহিষ প্রজনন ও উন্নয়ন খামার অবস্থিত – ফকিরহাট, বাগেরহাট।
১৫. পৃথিবীর সর্বোচ্চ মালভূমি – পামির মালভূমি।
১৬. গ্রীস ও এশিয়া মাইনরকে পৃথক করেছে – কৃষ্ণ সাগর।
১৭. জাফনা দ্বীপের অবস্থান – শ্রীলংকা।
১৮. সারা বছর তুষারে আবৃত থাকে - গ্রিনল্যান্ড।
১৯. ইউরোপের দীর্ঘতম নদী – ভলগা।
২০. বাংলাদেশের সাথে পশ্চিম বঙ্গের সীমান্তবর্তী জেলা – ৮টি।
২১. ভারতের সাথে বাংলাদেশের স্থল সীমান্ত দৈর্ঘ্য – ৪১৫৬ কি. মি.।
২২. একটি স্বাধীন দেশের অভ্যন্তরে পার্শ্ববর্তী অন্য কোন স্বাধীন দেশের বিচ্ছিন্নভাবে থেকে যাওয়া ভূখন্ডকে – ছিটমহল বলে।
২৩. সূর্যরশ্মি বায়ুমন্ডল ভেদ করে ভূপৃষ্ঠে পৌছে – বিকিরণ প্রক্রিয়ায়।
২৪. মিশরের প্রদেশ সংখ্যা – ২৭টি।
২৫. পলাশী অবস্থিত – পশ্চিমবঙ্গের ভাগিরথী নদীর তীরে।
২৬. ইতালিয়ান উপদ্বীপ হলো – ভূমধ্যসাগর অঞ্চলের একটি উপদ্বীপ।
২৭. লন্ডন যে নদীর তীরে অবস্থিত – টেমস।
২৮. জাপানের যে পর্বত শৃঙ্গে সুপ্ত আগ্নেয়গিরি রয়েছে – ফুজিয়ামা।
২৯. নীলনদ প্রবাহিত হয়েছে -১১টি দেশের মধ্যদিয়ে।
৩০. ভিক্টোরিয়া জলপ্রপাতের উৎপত্তি- জাম্বেসী নদী থেকে।
৩১. ‘ফাইপি’ জলপ্রপাত অবস্থিত – থাহিকংপাড়া, বান্দরবন।
৩২. গারো পাহাড়ের দীর্ঘতম নদী – সিমসাং।
৩৩. পুরাতন ব্রহ্মপুত্র ও মেঘনা নদী মিলিত হয় – ভৈরব বাজার।
৩৪. মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করেছে – ৩টি নদী।
৩৫. ফিলিপাইন দেশ অবস্থিত – প্রশান্ত মহাসাগরে।
৩৬. আলাস্কা উপসাগর অবস্থিত – উত্তর আমেরিকায়।
৩৭. আয়তনে বিশ্বের সর্ববৃহৎ সাগর – দক্ষিণ চীন সাগর।
৩৮. যে সাগরের তীরে সবচেয়ে বেশি সংখ্যক দেশ অবস্থিত – ভূমধ্যসাগরের তীরে।
৩৯. দিয়াগো গার্সিয়া যে মহাসাগরের তীরে অবস্থিত – ভারত মহাসাগর।
৪০. থর মরুভূমি যে ধরনের মরুভূমি – উষ্ণ মরুভূমি।
৪১. সাইক্লোন সৃষ্টিতে ভূমিকা রাখে – নিম্নচাপ ও উচ্চ তাপমাত্রা।
৪২. যে আপদ (Hazard) পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান কারণ – বায়ু দূষণ।
৪৩. সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র অবস্থিত – নয়াদিল্লি, ভারত।
৪৪. বাংলাদেশে ঘূর্ণিঝড় ‘সিডর’ আঘাত হানে – ২০০৭ সালে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    72 Views
    by rafique
    0 Replies 
    354 Views
    by sajib
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    191 Views
    by tasnima

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]