Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
By raju
#7140
২০২০ সালের বিজয়ী
-বন ও বন্যপ্রাণি সংরক্ষণ কাজে নিয়োজিত কর্মকর্তা , খ্যাতিমান গবেষক , বিজ্ঞানী , বন্যপ্রাণি সংরক্ষণবাদী ব্যক্তি ও গণমাধ্যমকর্মী ও ব্যক্তিত্ব শ্রেণি : সাবেক প্রধান বন সংরক্ষক এবং ইন্টারন্যাশানাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (IUCN) বাংলাদেশের সাবেক আবাসিক প্রতিনিধি ইশতিয়াক উদ্দিন আহমদ ।
-বন্য প্রাণীবিষয়ক শিক্ষা ও গবেষণা শ্রেণি : ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফিরোজ জামান ।
-বন্যপ্রাণি সংরক্ষণে নিবেদিত প্রতিষ্ঠান শ্রেণি : ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার ১২ নং নিত্যানন্দপুর ইউনিয়নের আশুরহাট পাখি সংরক্ষণ সমিতি ।
অপরাজিতা ২০২১ সম্মাননা
আর্থ-সামাজিক বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১০ বিশিষ্ট নারীকে দেয়া হয় অপরাজিতা-২০২১ সম্মাননা । স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে প্রথমবারের মতো এবার ভিন্নধারায় এ সম্মাননা দেয়া হয় । অপরাজিতাদের মধ্যে রয়েছেন পাঁচজন বীর মুক্তিযোদ্ধা নারী - আয়েশা বেগম , মুস্তারী শফি , রিজিয়া বেগম , হাফিজা বেওয়া ও শিল্পী শাহিন সামাদ । অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা লাভ করেন কথাসাহিত্যিক আনোয়ার সৈয়দ হক , নারী উদ্যোক্তা মৌসুমি ইসলাম , প্রথম নারী উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম , পর্বতারোহী নিশাত মজুমদার ও ফিফা রেফারি জয়া চাকমা ।
’অনন্যা’ সাহিত্য পুরস্কার
বাংলা ভাষায় কথাসাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য ‘অনন্যা সাহিত্য পুরস্কার-১৪২৭’ লাভ করেন বিশিষ্ট লেখক ঝর্ণা রহমান । তিনি একাধারে ঔপন্যাসিক , গল্পকার , কবি , প্রাবন্ধিক , স্মপাদক ও সাহিত্য সংগঠক । বাংলা ১৪০১ সন (১৯৯৩ সাল) থেকে অনন্যা সাহিত্য পুরস্কার প্রবর্তন করা হয় । প্রতিবছর একজন নারী - সাহিত্যিককে সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করা হয়।

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]