Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
By shahan
#7137
৭৮ তম গোল্ডন গ্লোব অ্যাওয়ার্ড
চলচ্চিত্রে বিশ্বের অন্যতম নামি অ্যাওয়ার্ড গোল্ডেন গ্লোব । ২৮ ফেব্রুয়ারি ২০২১ এই অ্যাওয়ার্ডের ৭৮ তম আসরের আয়োজন অনুষ্ঠিত হয় । ১৯৪৪ সাল থেকে প্রতিবছর হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন পুস্কারটির আয়েঅজন করে আসছে ।
৭৮ তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড বিজয়ী -
সিনেমা (ড্রামা) : নোম্যাডল্যান্ড ।
অভিনেত্রী (ড্রামা) : অ্যান্ড্রা ডে ; দ্য ইউনাইটেড স্টেটস ভার্সেস বিলি হলিডে ।
অভিনেতা (ড্রামা) : চ্যাডউক বোসম্যান ; মা রেইনি’স ব্যাক বটম ।
সিনেমা (মিউজিক্যাল অথবা কমেডি) : বোরাট সাবসিকুয়েন্ট মুভিফিল্ম ।
সহ-অভিনেত্রী : জোডি ফস্টার ; দ্য মেরৈতানিয়ান ।
সহ - অভিনেত : ড্যানিয়েল কালুয়া ; জুদাস অ্যান্ড দ্য ব্লাক মেসিয়াহ ।
পরিচালক : ক্লোয়ি ঝাও (নোম্যাডল্যান্ড) ।
চিত্রনাট্য : দ্য ট্রায়াল খব দ্য শিকাগো ৭ ।
সেরা সিনেমা (অ্যানিমেশন) : সোল ।
বিদেশি ভাষার সিনেমা : মিনারি (যুক্তরাষ্ট্র) ।
সের গান : সিন ; দ্য লাইফ আহেড ।
সের টিভি সিরিজ (ড্রামা) : দ্য ক্রাউন ।
টিভি সিরিজে সের অভিনেত্রী (ড্রামা) : এমা করিন ; দ্য ক্রাউন ।
টিভি সিরিজে সের অভিনেতা (ড্রামা) । জস ও কনর ; দ্য ক্রাউন ।
-এশিয়া থেকে প্রথমবারের মতো সেরা নারী পরিচালক হিসেবে ’গোল্ডেন গ্লোব’ পুরস্কার জিতে ইতিহাস সৃষ্টি করেন চীনের ক্লোয়ি ঝাও । এ নিয়ে দ’জন নারী গোল্ডেন গ্লোব পুরস্কার জিতলেন । এর আগে ১৯৮৪ সালে বারবারা স্ট্রিটস্যান্ড এ পুস্কার জিতেছিলেন ।
-এবারই প্রথম কোনো নারী পরিচালকের ছবি জিতে নেয় গোল্ডেন গ্লোবের সর্বোচ্চ পুরস্কার ।

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]