Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
By shahan
#7136
DIMFF
Dhaka International Mobile Film Festival
আয়োজন : সপ্তম ।
সময়কাল : ২৬-২৭ ফেব্রুয়ারি ২০২১ ।
-স্ক্রিনিং বিভাগের সের চলচ্চিত্র : দ্য লস্ট পেন : পরিচালক - বেরাত গোক্কুস (ফ্রান্স)
-কম্পিটিশন বিভাগের সিনেমাস্কোপ বেস্ট ফিল্ম : অন অফ ; নির্মাতা কাং শিংইউ (দক্ষিণ কোরিয়া)
-ওয়ান মিনিট ফিল্ম ক্যাটাগরি : ‘ইউ ল্যাব ইয়াং ফিল্ম মেকার’ অ্যাওয়ার্ড লাভ করে এগোনি ; নির্মাতা জারিফ তাশদিদ (বাংলাদেশ )

৬৭ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার
২২ মার্চ ২০২১ ঘোষণা করা হয় ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার । এবারে ২০১৯ সালের সেরা চলচ্চিত্রের পুরস্কার করা হয় ।
পুরস্কার বিজয়ীরা -
সর্বাধিক চলচ্চিত্র বান্ধব রাজ্য : সিকিম ।
সিনেমার সেরা বই অ্যা গান্ধিয়ান অ্যাফেয়ার : ইন্ডিয়াজ কিউরিয়াস পোট্রেয়াল অফ লাভ ইন সিনেমা : সঞ্জয় সুরী ।
সেরা নবাগত পরিচালক (নন-ফিচার ফিল্ম) : খিসা (মারাঠি)।
সের নন-ফিচার ফিল্ম : এন ইঞ্জিনিয়ারড ড্রিম (হিন্দি) ।
গান : বিশ্বসাম (তামিল) ।
সের সহ-অফিনেত্রী : পল্লবী জোশী , তাশকেন্ট ফাইলস ।
সের সহ-অফিনেতা : বিজয়া সেথুপথি , সুপার ডিলাক্স ।
সেরা অভিনেতা মনোজ বাজপায়ী (ভোঁসলে) ও ধানুশ (অসুরান) ।
সের পরিচালক : বাহাত্তর হুরাইন ।
সেরা নবাগত চলচ্চিত্রের জন্য ইন্দিরা গান্ধী পুরস্কার : হেলেন (মালায়ালাম) ।
সের ফিচার ফিল্ম : মারাকআর লাওন অফ ধ্য অ্যারবিয়ান সি (মালায়ালাম) ।

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]