Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#7059
রাজধানী ঢাকা থেকে ২৪ কিমি দক্ষিন-পূর্ব নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় অবস্থিত এ জাদুঘরটির প্রকৃত নাম শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘর। আবহমান গ্রাম বাংলার লোক সাংস্কৃতিক ধারাকে বিকশিত করার উদ্যোগে ১২ মার্চ ১৯৭৫ শিল্পাচার্য জয়নুল আবেদিন সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরীর একটি পুরোনো বাড়িতে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। ১৯৮১ সালে ১৫০ বিঘা আয়তনের কমপ্লেক্সটি খোলা আকাশের নিচে বাংলার প্রকৃতি ও পরিবেশে গ্রামীণ রূপ তুলে ধরতে তিনি এ জাদুঘর গড়ে তোলার প্রয়াস নেন। পরে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কমপ্লেক্সটিকে প্রায় ১০০ বছরের পুরো ঈসা খাঁ জমিদার বাড়ি তথা ‘বড়সর্দারবাড়ি’ প্রাঙ্গণে স্থানান্তরিত করে। এ জাদুঘরের ১০টি গ্যালারিতে স্থান পেয়েছে কাঠ-খোদাই, পটচিত্র ও মুখোশ, লোকজ বাদ্যযন্ত্র, পোড়ামাটির নিদর্শন, তামা-কাঁসা, পিতল-লোহার তৈরি নানান নিদর্শন, লোকজ অলংকার, আবহমান বংলার হস্তশিল্প এবং জনজীবনের নিত্য ব্যবহার্য পর্ণসমাগ্রী। বর্তমানে লোকশিল্প জাদুঘরে ৫,৪৭৮ টি নিদর্শন রয়েছে। এর পাশেই রয়েছে লোকজ স্থাপত্যকলায় সমৃদ্ধ আধুনিক নকশায় প্রতিষ্ঠিত জয়নুল আবেদিন স্মৃতি জাদুঘর একটি সমৃদ্ধ পাঠাগার, ডকুমেন্টেশন সেন্টার, সেমিনার হল, কারুমঞ্চ, গ্রামীণ উদ্যান, বিভিন্ন রকমের বৃক্ষ, মনোরম লেক, লেকের মাঝে ঘুরে বেড়ানোর জন্য নৌবিহার, মৎস্য শিকারের সুন্দর ব্যবস্থা ও পংখীরাজ নৌকা। এভাবে বাংলার ঐতিহ্যবাহী লোক ও কারুশিল্পের রূপচিত্র প্রস্ফুটিত হয়েছে সমগ্র এলাকাজুড়ে।

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]