- Thu Apr 29, 2021 1:56 pm#7039
৭মার্চ ২০২১ সুইজারল্যান্ডে অনুষ্ঠিত গণভোটে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধের প্রস্তাব পাস হয়। এর মধ্যে রয়েছে মুসলিম নারীদের বোরকা ও নেকাব। এই প্রস্তাবের ফলে কোনো ব্যক্তি জনসমক্ষে মুখ ঢেকে রাখতে পারবেন না। রেস্তোরাঁ, স্টেডিয়াম, গণপরিবহন এমনকি রাস্তায় হাঁটার ক্ষেত্রেও মুখ ঢাকা পোশাক পরা যাবে না। তবে ধর্মীয় উপাসনালয় এবং নিরাপত্তা ও স্বাস্থ্যগত কারণে এ নিয়ম প্রযোজ্য হবে না। সুইজারল্যান্ডের নিয়ম অনুযায়ী যেকোনো বিষয়ে এক লাখ মানুষ স্বাক্ষর প্রদান করলে সেই প্রস্তাবের উপর জাতীয় ভোট অনুষ্ঠিত হয়।
দক্ষিণ আমেরিকা
• ২২ ফেব্রুয়ারি ২০২১ ‘এলচাপো’ (বেঁটে) হিসেবে পরিচিত মেক্সিকোর মাদক সম্রাট হোয়াকুইন গুজম্যানের স্ত্রী এমা করোনেল আইসপুরোকে যুক্তরাষ্ট্রের ডালাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। যুক্তরাষ্ট্রের বিচারবিভাগ ৩১ বছর বয়সী গুজম্যানের স্ত্রী আইসপুরোর বিরুদ্ধে কোকেন, মেথামফেটামিন, হেরোইন এবং গাঁজা পাচারের ষড়যন্ত্রর অভিযোগ আনে। মেক্সিকোর, অন্যতম কুখ্যাত মাদকপাচারকারী গোষ্ঠী সিনালোয়া কার্টেলের নেতা ছিলেন গুজম্যান।
• ১৩ মার্চ ২০২১ বলিভিয়ার সাবেক অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট জিনিন আনেজ চাভেজকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসকে ক্ষমতাচ্যুত করার জন্য সামরিক অভ্যুত্থানের ষড়যন্ত্র, রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়। ২০১৯ সালে দেশটির সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেস ক্ষমতাচ্যুত হলে ক্ষমতায় আসে আনেজ চাভেজ। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সেই সময়ের।
• ৮ মার্চ ২০২১ ব্রাজিলের সুপ্রিম কোর্টের একজন বিচারপতি দেশটির সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার ফৌজদারি দণ্ড বাতিল করে দেন। এর ফলে ২০২২ সালের নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতার পথ খুলে যায়। Operation Car Wash নামে খ্যাত দেশটির সবচেয়ে বড় দুর্নীতি তদন্তের ঘটনায় দুর্নীতি ও অর্থপাচারের দায়ে লুলাকে ২০১৭ সালে দোষী সাব্যস্ত করা হয়। ২০১৮ সালে তাকে কারাগারে পাঠানো হয়, যার ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারেন নি। ৮ নভেম্বর ২০১৯ তিনি মুক্তি পান।
দক্ষিণ আমেরিকা
• ২২ ফেব্রুয়ারি ২০২১ ‘এলচাপো’ (বেঁটে) হিসেবে পরিচিত মেক্সিকোর মাদক সম্রাট হোয়াকুইন গুজম্যানের স্ত্রী এমা করোনেল আইসপুরোকে যুক্তরাষ্ট্রের ডালাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। যুক্তরাষ্ট্রের বিচারবিভাগ ৩১ বছর বয়সী গুজম্যানের স্ত্রী আইসপুরোর বিরুদ্ধে কোকেন, মেথামফেটামিন, হেরোইন এবং গাঁজা পাচারের ষড়যন্ত্রর অভিযোগ আনে। মেক্সিকোর, অন্যতম কুখ্যাত মাদকপাচারকারী গোষ্ঠী সিনালোয়া কার্টেলের নেতা ছিলেন গুজম্যান।
• ১৩ মার্চ ২০২১ বলিভিয়ার সাবেক অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট জিনিন আনেজ চাভেজকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসকে ক্ষমতাচ্যুত করার জন্য সামরিক অভ্যুত্থানের ষড়যন্ত্র, রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়। ২০১৯ সালে দেশটির সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেস ক্ষমতাচ্যুত হলে ক্ষমতায় আসে আনেজ চাভেজ। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সেই সময়ের।
• ৮ মার্চ ২০২১ ব্রাজিলের সুপ্রিম কোর্টের একজন বিচারপতি দেশটির সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার ফৌজদারি দণ্ড বাতিল করে দেন। এর ফলে ২০২২ সালের নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতার পথ খুলে যায়। Operation Car Wash নামে খ্যাত দেশটির সবচেয়ে বড় দুর্নীতি তদন্তের ঘটনায় দুর্নীতি ও অর্থপাচারের দায়ে লুলাকে ২০১৭ সালে দোষী সাব্যস্ত করা হয়। ২০১৮ সালে তাকে কারাগারে পাঠানো হয়, যার ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারেন নি। ৮ নভেম্বর ২০১৯ তিনি মুক্তি পান।