Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#7037
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে সম্প্রতি একটি বিরল পাখি দেখা যায়, যার শরীরের অর্ধেকটা নারী এবং অর্ধেকটা পুরুষের মতো। নর্দান কার্ডিনাল নামের মিশ্র লিঙ্গের এ পাখিটি সম্পর্কে পাখিবিদ জেমি হিল বলেন, কোষ বিভাজনের সময় ত্রুটির কারণে একটি পাখির বাইলেটারাল গাইনানড্রোমর্ফ হতে পারে। একটি ডিম এবং এর সঙ্গে সম্পর্কিত অঙ্গ আলাদা আলাদা শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়, তখন জন্ম নেওয়া পাখি নারী ও পুরুষের দ্বৈত বৈশিষ্ট্যসম্পন্ন হয়। পুরুষ কার্ডিনালগুলো সাধারণত উজ্জ্বল লাল রঙের হয় এবং নারী কার্ডিনালগুলো হয় ফ্যাকাসে বাদামি রঙের।
গরুর দাম তিন কোটি টাকা!
যুক্তরাজের একটি গরুর দাম শুনলে চোখ কপালে উঠবেই। নিলামে গরুটির দাম উঠেছে বাংলাদেশি মুদ্রায় ৩,১১,১৯,০০০ টাকা। দামের নিরিখে এরই মধ্যে বিশ্বরেকর্ড করে ফেলেচে গরুটি। এর আগে এত দামে কোনো গরু বিক্রি হয়নি। গরুটির নাম ‘পস স্পাইস’। মধ্য ইংল্যান্ডে জন্ম এটির। এই গরুটির মায়ের নাম ছিল ‘জিঞ্জার স্পাইস’।

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]