Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#7016
• জেফ বেজোজস বিল গেটস ও ইলন মাস্কের পর ১০০ বিলিয়ন বা ১০,০০০ কোটি ডলারের ক্লাবে ১০ মার্চ ২০২১ প্রবেশ করেন মার্কিন বহুজাতিক কনগ্লোমারেট বার্কশায়ার হ্যাথাওয়ের চেয়ারম্যান ওয়ারেন বাফেট।
• যুক্তরাষ্ট্র, জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার কৌশলগত ফোরাম কোয়াড্রিলেটরাল সিকিউরিটি ডায়ালগ বা কোয়াডের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় ১২ মার্চ ২০২১। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্যোগে ভার্চুয়াল ফরম্যাটে সম্মেলনটি হয়। চীনের ক্রমবর্ধমান আধিপত্য বিস্তার মোকাবিলায় গঠিত নতুন জোটকে আরও শক্তিশালী করতেই অনুষ্ঠিত হয় এ বৈঠক।
• সম্প্রতি মার্কিন উপস্থাপক অপরা উইনফ্রেকে সাক্ষাৎকার দেন ব্রিটিশ রাজপরিবার ছেড়ে যাওয়া ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল। ৭ মার্চ ২০২১ টিভি চ্যানেল সিবিএসে তিন ঘণ্টার সাক্ষাৎকারটি সম্প্রচারিত হয়। এতে ব্রিটিশ রাজপরিবারে বর্ণবাদ, নিজেদের মানসিক অবস্থা, সংবাদমাধ্যমের চাপ ও রাজপরিবারের অন্য সদস্যদের নিয়ে কথা বলেন হ্যারি-মেগান। ৮ মার্চ ২০২১ সাক্ষাৎকারটি প্রচার হয় যুক্তরাজ্যের গণমাধ্যম ‘আইটিভি’তে।
• মালয়েশিয়ায় আটক নিজেদের এক নাগরিককে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় মালয়েশিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয় উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে দেশটির বার্তা সংস্থা কেসিএনএ ১৯ মার্চ ২০২১ এ সিদ্ধান্তের কথা জানায়। আটক উত্তর কোরীয় মুন চোল মিয়ংয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র মুদ্রা পাচারের অভিযোগ আনার পর যুক্তরাষ্ট্রের অনুরোধেই মালয়েশিয়া ২০১৯ সালে তাকে গ্রেফতার করেছিল।
• ২৫ ফেব্রুয়ারি ২০২১ গণমাধ্যমের সংবাদ আধেয় (নিউজ কনটেন্ট) ফেসবুক কিংবা গুগলে প্রকাশে ঐ গণমাধ্যমকে অর্থ দিতে আইন পাস করে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট। বিশ্বজুড়ে এমন আইন এটাই প্রথম।
• আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধকালে ফরাসি সেনারা আলজেরীয় উকিল ও স্বাধীনতাকামী যোদ্ধা আলী বুমনজিলকে নির্যাতন করে হত্যা করে বলে ২ মার্চ ২০২১ স্বীকার করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাত্রোঁ। এর আগে ফরাসি বাহিনীর নিরাপত্তা হেফাজতে স্বাধীনতাকামী এই যোদ্ধার মৃত্যুর পর তার আত্মহত্যার দাবি করা হয়েছিল।
• পারিবারিক ও অন্যান্য সহিংসতা থেকে নারীদের সুরক্ষায় স্বাক্ষরকারী দেশগুলোকে বাধ্য করতে ২০১১ সালে স্বাক্ষরিত হয় ইস্তাম্বুল কনভেনশন। বিশ্বে এ ধরনের চুক্তি ছিল এটাই প্রথম। এতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছাড়াও ৪৫টি দেশ স্বাক্ষর করে। স্বাক্ষরকারী দেশগুলো পারিবারিক সহিংসতা, বৈবাহিক ধর্ষণসহ বিভিন্ন ধরনের সহিংসতা থেকে নারীদের সুরক্ষা দিতে আইন প্রণয়ন করে। ১৯ মার্চ ২০২১ এক প্রেসিডেন্সিয়াল ডিক্রি জারির মাধ্যমে এ চুক্তি থেকে বেরিয়ে যায়।
• অস্ট্রেলিয়ার নৌবাহিনীতে প্রথম হিজাবী নারী হিসেবে দায়িত্ব পালন করছেন ক্যাপ্টেন মুনা সিন্দি। তিনি নৌবাহিনীর জ্যেষ্ঠ পদাধিকারী একজন মুসলিম ইঞ্জিনিয়ার।
• কানাডার দ্বিতীয় সর্বোচ্চ সামরিক পদ ভাইস চিফ অব ডিফেন্স স্টাফ পদে প্রথম নারী হিসেবে সম্প্রতি নিয়োগ লাভ করেন লেফটেন্যান্ট জেনারেল ফ্রাঁসিস অ্যালেন।
• নোবেলজয়ী নারী অধিকারকর্মী মালালা ইউসুফজাঈ প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের সাথে যৌধভাবে নাটক, শিশুতোষ সিরিজ, অ্যানিমেশন এবং ডকুমেন্টারি নির্মাণে চুক্তিবদ্ধ হন। ৮ মার্চ ২০২১ মালালা ও অ্যাপলের এক যৌথ ঘোষণায় এ তথ্য জানানো হয়। এসব অনুষ্ঠান অ্যাপলের সম্প্রচার সেবা অ্যাপল টিভি প্লাসে প্রচার করা হবে।

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]