- Sun Apr 25, 2021 8:51 pm#6996
ইসরাইল, লেবানন, সিরিয়া ও জর্ডানের সীমান্তঘেঁষা একটি মালভূমি হলো ‘গোলান’। ১৯৬৭ সালের তৃতীয় আরব-ইসরাইল যুদ্ধে সিরিয়ার কাছ থেকে এই মালভূমিটি দখল করে নেয় ইসরাইল। ৬ দিনের যুদ্ধ শেষ হওয়ার পর থেকে এ পর্যন্ত জাতিসংঘের UN Disengagement Observer Forces (UNDOF) গোলান মালভূমির পূর্ব সীমানাজুড়ে মোতায়েন রয়েছে। ১৯৮১ সালে ইসরাইল গোলানকে তাদের মূল ভূখণ্ড হিসেবে একীভূত করার ঘোষণা দেয়। যদিও আন্তর্জাতিকভাবে তা স্বীকৃতি পায়নি। এ পর্যন্ত বিশ হাজারের বেশি ইহুদি গোলান মালভূমিতে বসতি স্থাপন করেছে। ১৯৬৭ সালের যুদ্ধের সময় গোলান মালভূমিতে বসবাসকারী সিরিয়ানরা সিরিয়ার মূল ভূখণ্ডে পালিয়ে গেলেও এখনও প্রায় ২০ হাজারের মতো সিরিয়ান গোলান মালভূমিতে ইসরাইরিদের অধীনে বসবাস করছে। গোলান মালভূমি থেকে উৎপত্তি হয়েছে জর্ডান নদীর, যা ইসরাইলের এক-তৃতীয়াংশ পানির চাহিদা পূরণ করে। তাছাড়া গোলান মালভূমি ও ইসরাইলের সীমান্তে রয়েছে ‘ গ্যালিলি সাগর’ (হ্রদ), যা ইসরাইলের পানির প্রধান উৎস। গোলান মালভূমিটি ইসরাইল ও সিরিয়ার মূল ভূখণ্ড থেকে অনেক উঁচুতে। এর ফলে এর কর্তৃত্ব যে ধরে রাখবে, যুদ্ধকালীন সেই দেশ ভৌগোলিক সুবিধা পাবে। তাই পানি ও যুদ্ধ সুবিধা- এই দুইট কারণে ইসরাইল গোলান মালভূমি সিরিয়াকে ফেরত দিচ্ছে না।