- Fri Apr 16, 2021 7:32 pm#6944
বিশ্বব্যাপী উদ্ভাবন , উদ্যোক্তা তৈরি ও তরুণদের বিভিন্ন সুযোগ সৃষ্টির ইকোসিস্টেম হিসেবে কাজ করে আসছে অপরচ্যুনিটিজ হাব । এর উদ্দেশ্যে বিশ্বব্যাপী পরিবর্তনের জন্য তরুণদের অসামান্য কাজের স্বীকৃতি দেয়া । প্রতিষ্ঠানটি ২০২০ সালের জন্য ১০০ প্রভাবশালী তরুণের যে তালিকা তৈরি করে সে তালিকায় স্থান লাভ করে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা পাফেল সারওয়ার ।
যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়
প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রে এক বাংলাদেশি একটি বিশ্ববিদ্যালয়ের মালিকানা অর্জন করেছেন । ভার্জিনিয়া স্টেটের ভিয়েনায় অবস্থিত এ বিশ্ববিদ্যালয়ের নাম Innovative Global University (IGU) । বিশ্ববিদ্যালয়টির মালিক ‘ম্যাজিকম্যান’ খ্যাত ইঞ্জিনিয়ার আবু বকর হানিপ । ১১ ফেব্রুয়ারি ২০২১ মালিকানা অর্জনের মাধ্যমে এ কৃতিত্ব দেখান তিনি । এ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রয়েছে বার্ষিক দুই লাখ ডলারের স্কলারশিপ । স্কলারশিপের জন্য আবেদন করা যাবে www.igu.edu ওয়েবসাইটে ।
২০০৮ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যায়টি বিজ্ঞান , ব্যবসা প্রশাসন ও প্রযুক্তি শিক্ষার জন্য দক্ষিণ , দক্ষিণ-পূর্ব এশিয়া , মধ্যপ্রাচ্য ও ইউরোপীয় শিক্ষার্থী দের কাছে কাক্ষিত একটি শিক্ষাঙ্গন হিসেবে বিবেচিত । ১১ ফেব্রুয়ারি ২০২১ কাগজপত্রের স্বাক্ষর - অনুস্বাক্ষর এবং রাষ্ট্রীয় প্রটোকল মেনে বিশ্ববিদ্যালয়ের মালিকানা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয় ।
NASA’র পুরস্কার লাভ
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ২০১২ সাল থেকে আয়োজন করে আসছে ‘স্পেস অ্যাপস চ্যালেঞ্জ’ নামের প্রতিযোগিতা । ২০২০ সালের প্রতিযোগিতায় অংশ নেয় প্রায় ১৫০টি দেশের ৩৮০০’র বেশি দল । সেখান থেকে চূড়ান্ত পর্বের জন্য মনোনীত হয় ৪০টি দল । ২৮ জানুয়ারি ২০২১ চূড়ান্ত পর্বে ৮টি দলকে গ্লোবাল উনার ও ৭টি দলকে অনারেবল মেনশন বিভাগে পুরস্কার লাভ করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছয় শিক্ষার্থীর দল ‘বুয়েট জেনিথ’ । তাদের প্রশিক্ষক হিসেবে ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান পার্থ চক্রবর্তী । বুয়েটের ৬ শিক্ষার্থী - ফাবিহা তাসনীম , মেহরাব হক , তামিমুল এহসান , রাব্বি জিহান , জেহাদুল করীম ও হাসান মাসুম ।
টপ এমপ্লয়ার অ্যাওয়ার্ড লাভ
কর্মীদের মেধা বিকাশ ও দক্ষতা বৃদ্ধিতে বিশ্বের বড় কোম্পানিগুলোর ভূমিক ও অবদান পর্যালোচনার মাধ্যমে প্রতি বছর সের নিয়োগদাতার পুরস্কার দেয় আন্তর্জাতিক প্রতিষ্ঠান টপ এমপ্লায়ার ইনস্টিটিউট । একমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে টানা তিনবার আন্তর্জাতিক পুরস্কার ‘টপ এমপ্লয়ার বাংলাদেশ’ এবং ‘টপ এমপ্লয়ার এশিয়া -প্যাসিফিক সার্টিফিকেশন-২০২১’ অর্জন করেছে বিএটি বাংলাদেশ ।
মার্কিন প্রশাসনে ৪ বাংলাদেশি
৪৬ তম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনে অন্তর্ভুক্ত হন ৪ জন বাংলাদেশি । তারা হলেন -
ফারাহ আমেদ : যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয়ের অধীনে আন্ডার সেক্রেটারির চিফ অব স্টাফ পদে নিয়োগ পান নরসিংদীর মেয়ে ফারাহ আমেদ । কর্নেল ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর এবং নিউজার্সির প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেন তিনি । তার পিতা ড. মাতলুব আমেদ ও মাতা ড. ফেরদৌস আমেদ । ফারাহ আমেদের মামা বাংলাদেশর সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান ।
জাইন সিদ্দিক : বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান জাইন সিদ্দিক হোয়াইট হাউজের ডেপুটি চিফ অব স্টাফের সিনিয়র অ্যাডভাইজার পদে নিয়োগ লাভ করেন । তিনি ডোমেস্টিক অ্যান্ড ইকোনোমিক বিভাগের চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালনরত অবস্থাতেই এ নিয়োগ পান । তার পৈত্রিক বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামে ।
রুমানা আহমেদ : ইউএস এজেন্সি ফর গ্লেবাল ইনফরমেশনের রিভিউ প্যানেলের সদস্য পদে যোগদান করেন রুমানা আহমেদ । তিনি বাইডেনের ট্রান্সজিশন টিমের আন্তর্জাতিক গণমাধ্যম দলেও কাজ করেন । সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে হোয়াইট হাউসে কাজের অভিজ্ঞতা রয়েছে তার । ১৯৭৮ সালে রুমানা বাবা-মার সাথে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান ।
কাজী সাবিল রহমান : ৩৮ বছর বয়সী কাজী সাবিল রহমান হোয়াইট হাউসের এক্সিকিউটিভ অফিসের ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট বিভাগে ইনফরমেশন অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্সের সিনিয়র কাউন্সিলর পদে যোগ দেন । যুক্তরাষ্ট্রের নিউয়র্কে জন্মগ্রহণকারী সাবিল রহমান ব্রুকলিন ল’ স্কুলের অ্যসোসিয়েট প্রফেসর ছাড়াও ‘ডেমস’ নামক একটি থিঙ্ক ট্যাংকের প্রেসিডেন্ট
যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়
প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রে এক বাংলাদেশি একটি বিশ্ববিদ্যালয়ের মালিকানা অর্জন করেছেন । ভার্জিনিয়া স্টেটের ভিয়েনায় অবস্থিত এ বিশ্ববিদ্যালয়ের নাম Innovative Global University (IGU) । বিশ্ববিদ্যালয়টির মালিক ‘ম্যাজিকম্যান’ খ্যাত ইঞ্জিনিয়ার আবু বকর হানিপ । ১১ ফেব্রুয়ারি ২০২১ মালিকানা অর্জনের মাধ্যমে এ কৃতিত্ব দেখান তিনি । এ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রয়েছে বার্ষিক দুই লাখ ডলারের স্কলারশিপ । স্কলারশিপের জন্য আবেদন করা যাবে www.igu.edu ওয়েবসাইটে ।
২০০৮ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যায়টি বিজ্ঞান , ব্যবসা প্রশাসন ও প্রযুক্তি শিক্ষার জন্য দক্ষিণ , দক্ষিণ-পূর্ব এশিয়া , মধ্যপ্রাচ্য ও ইউরোপীয় শিক্ষার্থী দের কাছে কাক্ষিত একটি শিক্ষাঙ্গন হিসেবে বিবেচিত । ১১ ফেব্রুয়ারি ২০২১ কাগজপত্রের স্বাক্ষর - অনুস্বাক্ষর এবং রাষ্ট্রীয় প্রটোকল মেনে বিশ্ববিদ্যালয়ের মালিকানা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয় ।
NASA’র পুরস্কার লাভ
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ২০১২ সাল থেকে আয়োজন করে আসছে ‘স্পেস অ্যাপস চ্যালেঞ্জ’ নামের প্রতিযোগিতা । ২০২০ সালের প্রতিযোগিতায় অংশ নেয় প্রায় ১৫০টি দেশের ৩৮০০’র বেশি দল । সেখান থেকে চূড়ান্ত পর্বের জন্য মনোনীত হয় ৪০টি দল । ২৮ জানুয়ারি ২০২১ চূড়ান্ত পর্বে ৮টি দলকে গ্লোবাল উনার ও ৭টি দলকে অনারেবল মেনশন বিভাগে পুরস্কার লাভ করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছয় শিক্ষার্থীর দল ‘বুয়েট জেনিথ’ । তাদের প্রশিক্ষক হিসেবে ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান পার্থ চক্রবর্তী । বুয়েটের ৬ শিক্ষার্থী - ফাবিহা তাসনীম , মেহরাব হক , তামিমুল এহসান , রাব্বি জিহান , জেহাদুল করীম ও হাসান মাসুম ।
টপ এমপ্লয়ার অ্যাওয়ার্ড লাভ
কর্মীদের মেধা বিকাশ ও দক্ষতা বৃদ্ধিতে বিশ্বের বড় কোম্পানিগুলোর ভূমিক ও অবদান পর্যালোচনার মাধ্যমে প্রতি বছর সের নিয়োগদাতার পুরস্কার দেয় আন্তর্জাতিক প্রতিষ্ঠান টপ এমপ্লায়ার ইনস্টিটিউট । একমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে টানা তিনবার আন্তর্জাতিক পুরস্কার ‘টপ এমপ্লয়ার বাংলাদেশ’ এবং ‘টপ এমপ্লয়ার এশিয়া -প্যাসিফিক সার্টিফিকেশন-২০২১’ অর্জন করেছে বিএটি বাংলাদেশ ।
মার্কিন প্রশাসনে ৪ বাংলাদেশি
৪৬ তম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনে অন্তর্ভুক্ত হন ৪ জন বাংলাদেশি । তারা হলেন -
ফারাহ আমেদ : যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয়ের অধীনে আন্ডার সেক্রেটারির চিফ অব স্টাফ পদে নিয়োগ পান নরসিংদীর মেয়ে ফারাহ আমেদ । কর্নেল ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর এবং নিউজার্সির প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেন তিনি । তার পিতা ড. মাতলুব আমেদ ও মাতা ড. ফেরদৌস আমেদ । ফারাহ আমেদের মামা বাংলাদেশর সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান ।
জাইন সিদ্দিক : বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান জাইন সিদ্দিক হোয়াইট হাউজের ডেপুটি চিফ অব স্টাফের সিনিয়র অ্যাডভাইজার পদে নিয়োগ লাভ করেন । তিনি ডোমেস্টিক অ্যান্ড ইকোনোমিক বিভাগের চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালনরত অবস্থাতেই এ নিয়োগ পান । তার পৈত্রিক বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামে ।
রুমানা আহমেদ : ইউএস এজেন্সি ফর গ্লেবাল ইনফরমেশনের রিভিউ প্যানেলের সদস্য পদে যোগদান করেন রুমানা আহমেদ । তিনি বাইডেনের ট্রান্সজিশন টিমের আন্তর্জাতিক গণমাধ্যম দলেও কাজ করেন । সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে হোয়াইট হাউসে কাজের অভিজ্ঞতা রয়েছে তার । ১৯৭৮ সালে রুমানা বাবা-মার সাথে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান ।
কাজী সাবিল রহমান : ৩৮ বছর বয়সী কাজী সাবিল রহমান হোয়াইট হাউসের এক্সিকিউটিভ অফিসের ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট বিভাগে ইনফরমেশন অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্সের সিনিয়র কাউন্সিলর পদে যোগ দেন । যুক্তরাষ্ট্রের নিউয়র্কে জন্মগ্রহণকারী সাবিল রহমান ব্রুকলিন ল’ স্কুলের অ্যসোসিয়েট প্রফেসর ছাড়াও ‘ডেমস’ নামক একটি থিঙ্ক ট্যাংকের প্রেসিডেন্ট