- Fri Apr 09, 2021 10:53 am#6909
১. রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল।
২. আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক ম্যাকিয়াভেলি।
৩. ম্যাকিয়াভেলির বিখ্যাত গ্রন্থ The Prince।
৪. বর্তমান বিশ্বের স্বাধীন দেশের সংখ্যা ১৯৫ টি।
৫. শক্তি নয় ইচ্ছাই রাষ্ট্রের ভিত্তি বলেছেন টিএইচ গ্রীন।
৬. রাষ্ট্র হল আইন অনুসারে সংঘটিত নির্দিষ্ট ভূখন্ড দেখতে জনসমষ্টি উক্তিটি কে করেছেন? উড্রো উইলসন।
৭. সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা রুশো।
৮. দ্য সোশ্যাল কন্ট্রাক্ট বইটি লিখেছেন রুশো।
৯. আধুনিক রাষ্ট্রব্যবস্থা উদ্ভবের সময়কাল ১৬০০-১৮০০।
১০. রাষ্ট্রের মূল উপাদান চারটি।
-নির্দিষ্ট ভূখন্ড, জনসমষ্টি, সরকার ও সার্বভৌমত্ব।
১১. রাষ্ট্রের সর্বপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান সর্বভৌমত্ত।
১২. রাষ্ট্রের মুখপাত্র কে ?সরকার।
১৩. কয়টি বিভাগ নিয়ে সরকার গঠিত হয়? ৩ টি।
-আইন ,শাসন ও বিচার বিভাগ।
১৪. দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষার দায়িত্ব কোন বিভাগের উপর ন্যস্ত ?শাসন বিভাগ।
১৫. ক্ষমতা বিভাজন তত্ত্বের প্রবক্তা মন্টেস্কু।
১৬. রাষ্ট্রের চূড়ান্ত ইচ্ছায় সার্বভৌমত্ব।
১৭. পৃথিবীর কোন রাষ্ট্রে পূর্ণ সার্বভৌমত্বহীন? ফিলিস্তিন।
১৮. ডিমোস শব্দটির অর্থ কি? জনগণ।
১৯. সরকার হচ্ছে রাষ্ট্রের মুখপাত্র উক্তিটি করেছেন? হ্যারল্ড লাস্কি।
২০. আধুনিক রাষ্ট্রের অপরিহার্য কাজ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা।
২১. সম্পত্তি বা অর্থনৈতিক ব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ থাকা বা না থাকার ভিত্তিতে রাষ্ট্র দুই প্রকার ।
-পুঁজিবাদী রাষ্ট্র।
-সমাজতান্ত্রিক।
২২. ক্ষমতার উৎসের ভিত্তিতে রাষ্ট্র দুই ভাগে বিভক্ত।
-গণতান্ত্রিক রাষ্ট্র।
-একনায়কতন্ত্রিক রাষ্ট্র।
২৩. রাষ্ট্রের বিভিন্ন অংশের মধ্যে ক্ষমতা বন্টনের নীতির ভিত্তিতে রাষ্ট্র দুই প্রকার।
-এককেন্দ্রিক রাষ্ট্র।
-যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র।
২৪. রাজতন্ত্র প্রধানত দুই প্রকার।
-নিরঙ্কুশ রাজতন্ত্র: এ ধরনের রাষ্ট্রে রাজাবা রানী রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। একাধারে তিনি রাষ্ট্র ও সরকার প্রধান। সৌদি আরব ,ওমান ,ব্রুনাই কাতার।
-নিয়মতান্ত্রিক রাজতন্ত্র:এ ধরনের রাষ্ট্রব্যবস্থায় রাষ্ট্রের রাজা বা রানী উত্তরাধিকার সূত্রে বা নিয়মতান্ত্রিকভাবে রাষ্ট্রপ্রধান হন। এতে রাজা বা রানীর শাসনতান্ত্রিক তেমন কোনো ক্ষমতা থাকেনা। কানাডা, যুক্তরাজ্য ,ডেনমার্ক, বেলজিয়াম , লুক্সেমবার্গ, স্পেন, মরক্কো, বাহারাইন, জর্ডান, কুয়েত ,ভুটান, কম্বোডিয়া , থাইল্যান্ড ,মালয়েশিয়া, জাপান।
২৫. কল্যাণমূলক রাষ্ট্র।
-যে রাস্ট্র জনগণের দৈনন্দিন ন্যূনতম চাহিদা পূরণের জন্য কল্যাণ মূলক কাজ করে তাকে বলা হয় কল্যাণমূলক রাষ্ট্র।এ ধরনের রাষ্ট্র ও জনগণের মৌলিক চাহিদা পূরণের জন্য কর্মে সুযোগ সৃষ্টি করে, বেকার ভাতা প্রদান করে, বিনা বেতনে চিকিৎসা ও শিক্ষার ব্যবস্থা করে। কানাডা ,যুক্তরাজ্য ,সুইডেন ,নরওয়ে ।
-ব্রিটিশ অর্থনীতিবিদ উইলিয়ামস বেভারিজকে কল্যাণমূলক রাষ্ট্রের জনক বলা হয়।
-বিশ্বের প্রথম কল্যাণমূলক রাষ্ট্র সুইডেন।
২৬. পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ Civics ।
২৭. বাফার রাষ্ট্র
-বাফার রাষ্ট্র হল দুই বা ততোধিক বৃহত্তর শক্তিধর রাষ্ট্রের মধ্যে এক বা একাধিক সামরিক ও অর্থনৈতিকভাবে দুর্বল ছোট রাষ্ট্র। ভারত ও চীনের মধ্যকার বাফার রাষ্ট্র হচ্ছে নেপাল ও ভুটান ।
২৮. জনগণের হাতে সার্বভৌম ক্ষমতা থাকে গণতন্ত্রে।
২৯. গণতন্ত্রের প্রাণ জনগণ
৩০. গণতন্ত্রের জনক ক্লিস্টেনস।
৩১. গণতন্ত্রের সূতিকাগার বলা হয় গ্রিসকে।
৩২. আধুনিক গণতন্ত্রের সূতিকাগার বলা হয় যুক্তরাজ্যকে।
৩৩. আধুনিক গণতন্ত্রের জনক জন লক।
৩৪. Democracy is a government of the people, by the people, for the people উক্তিটি আব্রাহাম লিংকনের
৩৫. there is no opposition, there is no democracy উক্তিটি আইভর জেনিংস এর।
৩৬. গণতন্ত্র শ্রেষ্ঠ সর্বোকৃষ্ট শাসন ব্যবস্থা উক্তিটি মিল এর।
৩৭. ১৮৯৩ সালে বিশ্বের ইতিহাসে নারীরা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে নিউজিল্যান্ডে।
৩৮. সাংবিধানিকভাবে মুসলিম রাষ্ট্র ২১ টি।
৩৯. মুসলিম প্রধান কিন্তু সাংবিধানিকভাবে মুসলিম রাষ্ট্র নয় ২৫ টি।
৪০. ২০০৬ সাল পর্যন্ত বিশ্বের একমাত্র হিন্দু রাষ্ট্র ছিল নেপাল, বর্তমানে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র।
৪১. সাংবিধানিকভাবে বৌদ্ধ রাষ্ট্র কম্বোডিয়া ও থাইল্যান্ড।
৪২. Zero Sum Game
-জিরোসাম গেম বলতে এমন একটি অবস্থানকে বোঝাই যেখানে একজনের লাভ অন্যজনের লোকসান হয়।
-জিরোসাম গেম আন্তর্জাতিক সম্পর্কে বাস্তববাদ তত্ত্বের সংশ্লিষ্ট ।
সংগৃহীত:-
২. আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক ম্যাকিয়াভেলি।
৩. ম্যাকিয়াভেলির বিখ্যাত গ্রন্থ The Prince।
৪. বর্তমান বিশ্বের স্বাধীন দেশের সংখ্যা ১৯৫ টি।
৫. শক্তি নয় ইচ্ছাই রাষ্ট্রের ভিত্তি বলেছেন টিএইচ গ্রীন।
৬. রাষ্ট্র হল আইন অনুসারে সংঘটিত নির্দিষ্ট ভূখন্ড দেখতে জনসমষ্টি উক্তিটি কে করেছেন? উড্রো উইলসন।
৭. সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা রুশো।
৮. দ্য সোশ্যাল কন্ট্রাক্ট বইটি লিখেছেন রুশো।
৯. আধুনিক রাষ্ট্রব্যবস্থা উদ্ভবের সময়কাল ১৬০০-১৮০০।
১০. রাষ্ট্রের মূল উপাদান চারটি।
-নির্দিষ্ট ভূখন্ড, জনসমষ্টি, সরকার ও সার্বভৌমত্ব।
১১. রাষ্ট্রের সর্বপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান সর্বভৌমত্ত।
১২. রাষ্ট্রের মুখপাত্র কে ?সরকার।
১৩. কয়টি বিভাগ নিয়ে সরকার গঠিত হয়? ৩ টি।
-আইন ,শাসন ও বিচার বিভাগ।
১৪. দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষার দায়িত্ব কোন বিভাগের উপর ন্যস্ত ?শাসন বিভাগ।
১৫. ক্ষমতা বিভাজন তত্ত্বের প্রবক্তা মন্টেস্কু।
১৬. রাষ্ট্রের চূড়ান্ত ইচ্ছায় সার্বভৌমত্ব।
১৭. পৃথিবীর কোন রাষ্ট্রে পূর্ণ সার্বভৌমত্বহীন? ফিলিস্তিন।
১৮. ডিমোস শব্দটির অর্থ কি? জনগণ।
১৯. সরকার হচ্ছে রাষ্ট্রের মুখপাত্র উক্তিটি করেছেন? হ্যারল্ড লাস্কি।
২০. আধুনিক রাষ্ট্রের অপরিহার্য কাজ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা।
২১. সম্পত্তি বা অর্থনৈতিক ব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ থাকা বা না থাকার ভিত্তিতে রাষ্ট্র দুই প্রকার ।
-পুঁজিবাদী রাষ্ট্র।
-সমাজতান্ত্রিক।
২২. ক্ষমতার উৎসের ভিত্তিতে রাষ্ট্র দুই ভাগে বিভক্ত।
-গণতান্ত্রিক রাষ্ট্র।
-একনায়কতন্ত্রিক রাষ্ট্র।
২৩. রাষ্ট্রের বিভিন্ন অংশের মধ্যে ক্ষমতা বন্টনের নীতির ভিত্তিতে রাষ্ট্র দুই প্রকার।
-এককেন্দ্রিক রাষ্ট্র।
-যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র।
২৪. রাজতন্ত্র প্রধানত দুই প্রকার।
-নিরঙ্কুশ রাজতন্ত্র: এ ধরনের রাষ্ট্রে রাজাবা রানী রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। একাধারে তিনি রাষ্ট্র ও সরকার প্রধান। সৌদি আরব ,ওমান ,ব্রুনাই কাতার।
-নিয়মতান্ত্রিক রাজতন্ত্র:এ ধরনের রাষ্ট্রব্যবস্থায় রাষ্ট্রের রাজা বা রানী উত্তরাধিকার সূত্রে বা নিয়মতান্ত্রিকভাবে রাষ্ট্রপ্রধান হন। এতে রাজা বা রানীর শাসনতান্ত্রিক তেমন কোনো ক্ষমতা থাকেনা। কানাডা, যুক্তরাজ্য ,ডেনমার্ক, বেলজিয়াম , লুক্সেমবার্গ, স্পেন, মরক্কো, বাহারাইন, জর্ডান, কুয়েত ,ভুটান, কম্বোডিয়া , থাইল্যান্ড ,মালয়েশিয়া, জাপান।
২৫. কল্যাণমূলক রাষ্ট্র।
-যে রাস্ট্র জনগণের দৈনন্দিন ন্যূনতম চাহিদা পূরণের জন্য কল্যাণ মূলক কাজ করে তাকে বলা হয় কল্যাণমূলক রাষ্ট্র।এ ধরনের রাষ্ট্র ও জনগণের মৌলিক চাহিদা পূরণের জন্য কর্মে সুযোগ সৃষ্টি করে, বেকার ভাতা প্রদান করে, বিনা বেতনে চিকিৎসা ও শিক্ষার ব্যবস্থা করে। কানাডা ,যুক্তরাজ্য ,সুইডেন ,নরওয়ে ।
-ব্রিটিশ অর্থনীতিবিদ উইলিয়ামস বেভারিজকে কল্যাণমূলক রাষ্ট্রের জনক বলা হয়।
-বিশ্বের প্রথম কল্যাণমূলক রাষ্ট্র সুইডেন।
২৬. পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ Civics ।
২৭. বাফার রাষ্ট্র
-বাফার রাষ্ট্র হল দুই বা ততোধিক বৃহত্তর শক্তিধর রাষ্ট্রের মধ্যে এক বা একাধিক সামরিক ও অর্থনৈতিকভাবে দুর্বল ছোট রাষ্ট্র। ভারত ও চীনের মধ্যকার বাফার রাষ্ট্র হচ্ছে নেপাল ও ভুটান ।
২৮. জনগণের হাতে সার্বভৌম ক্ষমতা থাকে গণতন্ত্রে।
২৯. গণতন্ত্রের প্রাণ জনগণ
৩০. গণতন্ত্রের জনক ক্লিস্টেনস।
৩১. গণতন্ত্রের সূতিকাগার বলা হয় গ্রিসকে।
৩২. আধুনিক গণতন্ত্রের সূতিকাগার বলা হয় যুক্তরাজ্যকে।
৩৩. আধুনিক গণতন্ত্রের জনক জন লক।
৩৪. Democracy is a government of the people, by the people, for the people উক্তিটি আব্রাহাম লিংকনের
৩৫. there is no opposition, there is no democracy উক্তিটি আইভর জেনিংস এর।
৩৬. গণতন্ত্র শ্রেষ্ঠ সর্বোকৃষ্ট শাসন ব্যবস্থা উক্তিটি মিল এর।
৩৭. ১৮৯৩ সালে বিশ্বের ইতিহাসে নারীরা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে নিউজিল্যান্ডে।
৩৮. সাংবিধানিকভাবে মুসলিম রাষ্ট্র ২১ টি।
৩৯. মুসলিম প্রধান কিন্তু সাংবিধানিকভাবে মুসলিম রাষ্ট্র নয় ২৫ টি।
৪০. ২০০৬ সাল পর্যন্ত বিশ্বের একমাত্র হিন্দু রাষ্ট্র ছিল নেপাল, বর্তমানে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র।
৪১. সাংবিধানিকভাবে বৌদ্ধ রাষ্ট্র কম্বোডিয়া ও থাইল্যান্ড।
৪২. Zero Sum Game
-জিরোসাম গেম বলতে এমন একটি অবস্থানকে বোঝাই যেখানে একজনের লাভ অন্যজনের লোকসান হয়।
-জিরোসাম গেম আন্তর্জাতিক সম্পর্কে বাস্তববাদ তত্ত্বের সংশ্লিষ্ট ।
সংগৃহীত:-