Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#6840
১.ভূ-অভ্যন্তরের পানি ব্যবহারে ক্ষতিকর প্রভাব কি?
-আর্সেনিক।
২.আর্সেনিক কত প্রকার ও কি কি?
-২ প্রকার। যথা:
১.জৈব আর্সেনিক ও
২.অজৈব আর্সেনিক
৩.আর্সেনিক দূষণের প্রধান কারণ কী?
-ভূ-তাত্ত্বিক।
৪.বাংলাদেশের কয়টি জেলায় পানিতে আর্সেনিক পাওয়া যাচ্ছে?
-৬১ টি জেলায় ।
৫.পানিতে আর্সেনিকের অস্তিত্ব রয়েছে কতটি উপজেলায়?
-৩২১ টি।
৬.মাত্রাতিরিক্ত আর্সেনিক পাওয়া যায়নি কোন তিনটি জেলায়?
-রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি।
৭.বাংলাদেশে প্রাপ্ত আর্সেনিকের মাত্রা কত?
-১.০১ মিলিগ্রাম/লিটার।
৮.বাংলাদেশে কবে প্রথম আর্সেনিক শনাক্ত করা হয়?
-১৯৯৩ সালে।
৯.বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক নির্ধারিত পানিতে সর্বোচ্চ মাত্রার সহনীয় আর্সেনিকের মাত্রা কত?
-০.০১ মিলিগ্রাম/লিটার।
১০.দেশের প্রথম আর্সেনিক ট্রিটমেন্ট প্লান্ট কোথায় স্থাপন করা হয়?
-গোপালগঞ্জের টুঙ্গীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
১১.ব্ল্যাক ফুট কী?
-আর্সেনিক আক্রান্ত মানবদেহে প্রদাহ সৃষ্টিকারী এক ধরনের রোগ।
১২.আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত?
-৩৩।
১৩.সর্বপ্রথম কে আর্সেনিক মৌল আবিষ্কার করেন?
-জার্মানির আলবার্টাস ম্যাগনাম ।
১৪.কত সালে আর্সেনিক আবিষ্কার হয়?
-১২৫০ সালে।
১৫.বিশ্ব সর্বপ্রথম এইডস শনাক্ত করা হয় কবে, কোন দেশে?
-১৯৮১ সালে।
১৬.জাতীয় এইডস কমিটি গঠিত হয় কবে?
-১৯৮৫ সালে।
১৭.বাংলাদেশে সর্বপ্রথম কবে এইডস শনাক্ত করা হয়?
-১৯৮৯ সালে
১৮.কোন ভাইরাসের কারণে এইডস রোগ হয়?
-এইচআইভি।
১৯.সার্স কী?
-এক ধরনের নিউমোনিয়া রোগ।
২০.সার্স রোগে আক্রান্ত হয় কোন ভাইরাসের কারনে?
-করোনা।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1873 Views
    by masum
    0 Replies 
    1149 Views
    by shanta
    0 Replies 
    2652 Views
    by sajib
    0 Replies 
    2546 Views
    by rajib
    0 Replies 
    1500 Views
    by shohag

    ১. এক ব্যক্তি তার স্ত্রী চেয়ে ৫ বছরের বড়। তার স্[…]

    ১.বাংলা সাহিত্যের পঠন-পাঠনের সুবিধার জন্য বাংলা সা[…]