Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#6617
১.ফরবেসের প্রতিষ্ঠা কবে?
-১৯১৭ সালে।
২.আল মানার টেলিভিশন কোন রাজনৈতিক দলের?
-হিজবুল্লাহ।
৩.বিশ্বের প্রাচীনতম সংবাদ সংস্থার নাম কী?
-এএফপি
৪.AFP কে প্রতিষ্ঠা করে?
-চার্লস লুইস হ্যাবাস ।
৫.আল-জাজিরা কোন দেশভিত্তিক স্যাটেলাইট চ্যানেল?
-কাতারের দোহাভিত্তিক।
৬.এটি কবে ইংরেজি ভাষায় সম্প্রচার শুরু করে?
-১৫ নভেম্বর ২০০৬।
৭.রয়টার্সের প্রতিষ্ঠাতা কে?
-পল জুলিয়াস রয়টার্স।
৮.বিবিসি বাংলা ভাষায় অনুষ্ঠান সম্প্রচার শুরু করে কবে?
-১১ অক্টোবর ১৯৪১।
৯.সিএনএন এর প্রতিষ্ঠাতা কে?
-টেড টার্নার।
১০.মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকার কোন পত্রিকাটি সম্পাদনা করতেন?
-ইন্ডিয়ান অপিনিয়ন।
১১.মিডিয়া মোগল হিসেবে কে পরিচিত?
-রুপার্ট মারডক।
১২.আমেরিকার যে খবরের কাগজটি ওয়াটারগেট কেলেঙ্কারি উদঘাটন করেছিল সে খবরের কাগজের নাম কী?
-দি ওয়াশিংটন পোস্ট।
১৩.টাইম কী?
-সাময়িকী।
১৪.টেলিফোনে আড়িপাড়া স্ক্যান্ডাল এর কারণে ব্রিটেনের কোন পত্রিকা ২০১১ সালে বন্ধ হয়ে গেছে?
-দি নিউজ অব দি ওয়ার্ল্ড।
১৫.২০১১ সালে বিশ্বের গণমাধ্যমে সবচেয়ে বেশি ব্যবহৃত বিষয় কী?
-আরব স্পিরিং।
১৬.এশিয়া উইক কোথা থেকে প্রকাশিত হয়?
-হংকং।
১৭.ওয়াল স্ট্রিট জার্নাল কী?
-নিউইয়র্ক থেকে প্রকাশিত একটি আন্তর্জাতিক দৈনিক।
১৮.আল-হুরা কোন দেশের নিউজ চ্যানেল?
-যুক্তরাষ্ট্র।
১৯.ইসলামী সম্মেলন সংস্থা এর বার্তা সংস্থার নাম কী?
-ইন্টারন্যাশনাল ইসলামিক নিউজ এজেন্সি।
২০.ন্যাম এর বার্তা সংস্থার নাম কী?
-ন্যাম নিউজ নেটওয়ার্ক।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    141 Views
    by mousumi
    0 Replies 
    693 Views
    by kajol
    0 Replies 
    656 Views
    by raihan

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]