Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#6581
১.গণমাধ্যম কি?
-সরবরাহ বা জনমত গঠনের জন্য প্রচার মাধ্যম।
২.গণমাধ্যমের ইংরেজি প্রতিশব্দ কী?
-Mass Media.
৩.জাতির ফোরথ স্টেট হিসেবে পরিচিত কী?
-গণমাধ্যম।
৪.গণমাধ্যম প্রধানত কত প্রকার ও কি কি?
-প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়া।
৫.যুক্তরাষ্ট্রের প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম কী?
-টাইম ম্যাগাজিন।
৬.টাইম ম্যাগাজিনের প্রতিষ্ঠা কবে?
-১৯২৩ সালে।
৭.টাইম ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা কে?
-ব্রিটেন হেডেন ও হেনরি লুইস।
৮.বিশ্বের সর্বাধিক প্রচারিত দৈনিক পত্রিকার নাম কী?
-ইয়োমিউরি শিম্বুন।
৯.বিশ্বের সবচেয়ে বেশি পত্রিকা বিক্রি হয় কোন দেশে?
-চীন।
১০.ইন্টারনেট ব্যবহারে বর্তমারে শীর্ষ দেশের নাম কী?
-চীন।
১১.ম্যানচেস্টার গার্ডিয়ান পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয়?
-ইংল্যান্ড থেকে।
১২.ডেইলি মিরর পত্রিকা কোথা থেকে প্রকাশিত হয়?
-লন্ডন ।
১৩.ডেইলি আকবর পত্রিকা কোন দেশের পত্রিকা?
-মিশর।
১৪.হেরাল্ড ট্রিবিউন কোথা থেকে প্রকাশিত হয়?
-নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র)।
১৫.লে মন্ডে কোন দেশের পত্রিকা?
-ফ্রান্স।
১৬.দ্য গার্ডিয়ান পত্রিকা কোন শহর থেকে প্রকাশিত হয়?
-লন্ডন।
১৭.পিপলস ডেইলি কোন দেশের পত্রিকা?
-চীন।
১৮.ফর ইস্টার্ন ইকোনমিক রিভিউ পত্রিকা কোন স্থান থেকে প্রকাশিত হয়?
-হংকং।
১৯.ভিএনএ কোন দেশের সংবাদ সংস্থা?
-ভিয়েতনাম
২০.ফরবেস কোন দেশভিত্তিক বাণিজ্যিক অর্থনৈতিক সাময়িকী?
-যুক্তরাষ্ট্র।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    9 Views
    by rafique
    0 Replies 
    10 Views
    by masum
    0 Replies 
    13 Views
    by shanta
    0 Replies 
    7 Views
    by rana
    0 Replies 
    9 Views
    by sajib

    ৬ হাজারি ক্লাবে প্রথম বাংলাদেশি : প্রথম বাংলাদেশি […]

    ১. পিএল ও কখন গঠিত হয়?- ১৯৬৪ সালে । ২. পিএলও এর স[…]

    ১.যুদ্ধ পরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছে[…]